ভক্তদের ধাওয়া করলেন সালমান!
খ্যাতির বিড়ম্বনা বুঝি একেই বলে। ভক্তদের ওপর বিরক্ত হয়ে শেষমেষ তাদের ধাওয়া করলেন বলিউড অভিনেতা সালমান খান।
সম্প্রতি `বজরঙ্গি ভাইজান` ছবির শুটিংয়ের জন্য গাড়িতে করে রাজস্থানের মান্ডাওয়া গ্রামে যাচ্ছিলেন সালমান। ছোট্ট গ্রামটির রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু নেন একদল সালমান ভক্ত। প্রিয় তারকাকে কাছে পেয়ে তারা উন্মত্ত হয়ে ওঠেন। তারা মোটরসাইকেল চালিয়ে সালমানের গাড়ির পাশ ঘেঁষে যাচ্ছিলেন এবং সালমানের নাম ধরে চিৎকার করছিলেন।
শুরুর দিকে ভক্তদের উন্মাদনাকে এড়িয়ে গেলেও খুব বেশিক্ষণ তা সহ্য করতে পারেননি `ব্যাড বয়` তকমা পাওয়া সালমান। এক পর্যায়ে তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন। রাগে উন্মত্ত হয়ে ভক্তদের দিকে তেড়ে যান। তারা সালমানের অগ্নিমূর্তি দেখে মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে সটকে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী পুরো ঘটনা ভিডিও করেন। পরে তা অনলাইনে পোস্টও করেন।
উল্লেখ্য, এর আগেও বহুবার বদমেজাজের পরিচয় দিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন এই তারকা অভিনেতা।
এইচএন/এমএস