বিড়ম্বনায় শ্রুতি হাসান


প্রকাশিত: ০৩:২১ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

বলিউডে ব্যস্ত সময় পার করছেন কমল হাসান কন্যা শ্রুতি হাসান। গত কয়েক দিন ধরে ‘ম্যায় গাব্বার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত শ্রুতি। সম্প্রতি এই ছবিতেই তিনি একটি খোলামেলা দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে ব্যাপকভাবে আলোচনায় চলে এসেছেন। শুধু তাই নয়, ছবির কাজ শেষ না হলেও এর একটি ৩০ সেকেন্ডের ক্লিপ প্রকাশ পেয়ে গেছে ইন্টারনেটে।

বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন শ্রুতি হাসান। কারণ, তার ক্যারিয়ারে এ রকম ঘটনা এর আগে ঘটেনি। তবে কিভাবে এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লো তার কারণ জানা যায়নি। অনেকেই মনে করছেন পরিচালক কিংবা প্রযোজক ছবির আগাম প্রচারণার জন্যই এমনটি করেছেন।

তবে এমন অভিযোগের বিষয়টি অসত্য বলে জানিয়েছেন পরিচালক ক্রিশ। ‘ম্যায় গাব্বার’ ছবির একটি স্নানের দৃশ্য করতে গিয়ে পোশাক ছাড়াই ক্যামেরার সামনে আসতে হয়েছে শ্রুতিকে। তবে সেখান থেকে কাটছাঁট করেই দৃশ্যটি ছবির জন্য রাখা হবে। কিন্তু তার আগেই সেই দৃশ্যটির ভিডিও প্রকাশ পেয়ে গেল।

এ বিষয়ে শ্রুতি হাসান বলেন, এটা খুবই বিব্রতকর একটি বিষয়। কারণ, ছবি মুক্তির আগে সেটির ক্লিপ যদি প্রকাশ হয় এটা আমাদের সবার জন্য ক্ষতি। আমি এরই মধ্যে ইউটিউব ও গুগুলের কাছে আবেদন জানিয়েছি ভিডিওটি মুছে দেয়ার জন্য। আমি অনুরোধ করছি আমার ভক্ত-দর্শকরা এই ভিডিওটি আপলোড কিংবা শেয়ার করবেন না।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।