টেলরের খোলামেলা ছবি প্রকাশের হুমকি (ভিডিও)


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

এবার হ্যাকারদের কবলে বিশ্বখ্যাত পপসঙ্গীত তারকা টেলর সুইফটের টুইটার ও ইনসটাগ্রাম অ্যাকাউন্ট। মঙ্গলবার অ্যাকাউন্ট দুটি হ্যাক করা হয়েছে। আর তারপর থেকেই হুমকি আসতে শুরু করেছে এই গায়িকার কাছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রকাশ করে দেওয়া হবে তার খোলামেলা ছবি, এমনই হুমকি আসছে তার কাছে।

তার অ্যালবাম ‘১৯৮৯’ প্রকাশের পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে আছেন এই তারকা। ‘শেক ইট অফ’-এ মজে আছে সারা বিশ্ব।  টুইটারে ফ্যান ফলোয়ার তালিকায় তার নাম রয়েছে চতুর্থ স্থানে। প্রায় সোয়া ৫ কোটি ফলোয়ার রয়েছে তার ।

টেলর জানিয়েছেন, তার কোন খোলামেলা ছবি নেই। তাই এমন কোন ছবি যদি ইন্টারনেটে ছড়ায় তাহলে তা হবে ফটোশপের কারিগরি।

তবে অ্যাকাউন্ট হ্যাক হবার পর সোশ্যাল মিডিয়া সার্ভিস থেকে যত তাড়াতাড়ি সম্ভব টেলারের গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, লিজার্ড স্কোয়াড নামে এক ব্যক্তি অ্যকাউন্ট  হ্যাক করেছে। গত বছর স্কোয়ার্ড সোনি প্লে স্টেশন ও এক্সবক্সের অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল এই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।