অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ


প্রকাশিত: ১০:২২ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬

প্রবীন টিভি অভিনেতা, পরিচালক, জাতীয় বেতার শিল্পী, বিখ্যাত নাট্যকার ফখরুল হাসান বৈরাগী কিছুদিন যাবত নিখোঁজ রয়েছেন। গেল ৭ই আগস্ট তার পরিবারের কাউকে কিছু না বলে তিনি নিরুদ্দেশ হয়ে যান। বিষয়টি নিয়ে বৈরাগীর পরিবার দারুণ উৎকণ্ঠটায় ভুগছে। এ বিষয়ে জিডি করে পুলিশের সাহায্য চাইলেও এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার।

বৈরাগীর নিখোঁজ হওয়ার খবরটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের জোট প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্স অব অ্যালায়েন্স (পুসাব)’র ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান বৈরাগীর ছেলে সামন্ত হাসান ঈশা। তিনি লিখেছেন- জনপ্রিয় টিভি অভিনেতা, পরিচালক, জাতীয় বেতার শিল্পী, বিখ্যাত নাট্যকার ফখরুল হাসান বৈরাগী- আমার বাবা। গত ৭ই আগস্ট, ২০১৬ থেকে তিনি নিখোঁজ। বাসার দারোয়ানের কথানুযায়ী তিনি সেইদিন আনুমানিক ৯টা ২০ মিনিটে আমাকে কলেজে নামিয়ে আসার পর বাসায় গাড়িটি পার্ক করে দারোয়ানের কাছে চাবিটি দিয়ে বেড়িয়ে যায়– এই বলে ‘তোমার খালাম্মাকে চাবিটা দিয়ে দিও’।

তিনি একই কাপড়ে বেড়িয়েছিলেন। তার পরনে ছিল সবুজ ফতুয়া ও কালো প্যান্ট। এই ঘটনার পর অতি সত্ত্বর পুলিশ থানায় জিডি করা হয়। পুলিশ এই ব্যাপারে কর্মতৎপরতার অভাব ও অবহেলা দেখালে রাবের কাছে আবেদন করা হয়। র্যাকবের কাছে যথেষ্ট তথ্য প্রদান সত্ত্বেও আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আমরা নিজেরাও অনেক জায়গায় খোঁজ-খবর নিয়েছি – মসজিদে, দোকান-পাটে, রাস্তা-ঘাটে, আত্মীয়-স্বজনের বাসায়, তার বন্ধু-বান্ধবের কাছে, সহকর্মীদের কাছে কিন্তু তবুও কোনো খোঁজ মেলেনি।

Boiragi

নিখোঁজ হবার পরের দিনই আমার মা ও আমার বোন হাতিরপুলে আমার দাদুর বাড়িতে খোঁজ নিতে যায়, যেহেতু আব্বু দাদুকে দেখবার ও সেখানকার কিছু বকেয়া কাজকর্ম সাড়বার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে সেখানে যাবার পর সাহায্যের বদলে বড় ও ছোট ফুফু আমার মা ও বোনকে মারধোর, কটূক্তি, বকাঝকা ও অত্যাচার করে বেড় করে দেয়। উপরন্তু ওই দিনই আমাদের পারিবারিক ডেভলাপারের এক লোকের সাথে এই ব্যাপারে আলাপ হলে তিনি সাহায্য করতে ইচ্ছুক হলেও পরবর্তীতে তিনি এড়িয়ে যান। তার কথানুযায়ী আব্বু তাকে ফোন দিয়েছে তবে তার কাছে সেই কলটির নম্বর চাওয়া হলে তিনি নম্বরটি হারানোর বাহানা ধরে এড়িয়ে যান। এই দুই ঘটনাই একই সাথে কৌতূহলোদ্দীপক ও সন্দেহজনক।

অতএব, আমরা নিরুপায় হয়ে আজ আপনাদের সাহায্য চাচ্ছি। যদি তাকে ৭ই আগস্ট, ২০১৬ এর পর কোথাও দেখে থাকেন দোকানে, রাস্তায়, গাড়িতে, রিক্সায়; যেখানেই হোক, যে কারও সাথেই হোক, যে অবস্থাতেই হোক- দয়া করে প্রদত্ত ফোন নম্বরে আমাদের জানাবেন। আমাদের আশার পথ ফুরিয়ে যাচ্ছে, আমরা আমাদের এই অসহায় মুহূর্তে আপনাদের সাহায্যে ঋণী থাকবো। আমার বাবাকে ফিরে পেতে সাহায্য করুন।

যোগাযোগ : ০১৯৬২৭৫৯৯৯৩

তিনি আরো লেখেন, ‘দয়া করে এই ব্যাপারটিকে কেউ হাসি-ঠাট্টার পাত্র বানাবেন না। কোনো মিথ্যা তথ্য, স্প্যাম, কটূক্তি ইত্যাদি করে আমাদের হয়রানি করবেন না। আমাদের সাথে যোগাযোগের নম্বর এই একটিই। অন্য কারো প্রদত্ত নম্বরে বা অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না। এই ব্যাপারে কেউ আপনাদের সাথে যোগাযোগ করলে তা আমাদের জানাবেন।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।