স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন নায়করাজ


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৫ মার্চ ২০১৫

দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার ঘরে তুলেছেন বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাক। এবার সেই অর্জনের মুকুটে যোগ হচ্ছে আরো একটি গৌরবময় পালক। সংস্কৃতি ও চলচ্চিত্র ক্ষেত্রে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার ২০১৫ পাচ্ছেন রাজ্জাক।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয় বাংলাদেশ সরকার ২০১৫ সালে বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা নায়করাজসহ আটজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

পুরস্কার পাওয়ার খবর শুনে নায়করাজ বেশ আনন্দিত হয়েছেন বলে জানিয়েছন তার ছোট ছেলে সম্রাট। এসময় তিনি তার বাবা ও পরিবারের পক্ষ থেকে সরকার এবং বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, রাজ্জাকের সাথে এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন- কমান্ড্যান্ট মানিক চৌধুরী (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), সাবেক ডিআইজি মামুন মাহমুদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া (প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক), প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ (মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও সংগঠক), শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান (সাহিত্য), কৃষিবিদ মোহাম্মদ হোসেন মণ্ডল (কৃষি গবেষণা ও প্রশিক্ষণ) এবং সাংবাদিক সন্তোষ গুপ্ত (সাংবাদিকতা)।

এলএ/আরআই

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।