চকলেট বয় আমিরের লিপলক (ভিডিও)


প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৪ মার্চ ২০১৫

এই চকলেট বয় নায়ক যে একদিন পারফেকশনিষ্ট হয়ে উঠবে এ ধারণা কেউ করেছিলো? সব চরিত্রে যথাযথভাবে ঢুকে যাওয়ার কারিশমা শুধু তিনিই দেখান বলিউডে। অনেক সাহসী চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের সাথে অনেক সাহসী চুম্বনেও দেখা মিলেছে তার।

‘লিপ লক’ যখন হিন্দি সিনেমায় ডালভাত হয়ে যায়নি, সেই সময়ে দাঁড়িয়েও একের পর এক ছবিতে অনায়াসে নায়িকার ঠোঁটে ঠোঁটে রেখছেন আমির।

১৯৮৮ তে ‘কায়ামত সে কায়ামত তক’ ছবিতে অভিনেতা হিসেবে বলিউডে প্রতিষ্ঠা পেলেন আমির। বিপরীতে নায়িকা ছিলেন জুহি চাওলা। তিনি তখম মোটামুটি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত। সংকোচের বালাই ছেড়ে চিত্রনাট্য অনুয়ায়ী বেশ কয়েকবার জুহিকে অনস্ক্রিন চুমু খেয়েছিলেন আমির। আটের দশকের শেষদিকে সিনেমায় নায়ক-নায়িকার চুমু খুব একটা গ্রহণযোগ্য ছিল না দর্শকের কাছে। কিন্তু সময় বদলাচ্ছিল। আমির-জুহির চুম্বনে লেখা থাকল সেই বদলানো সময়ের সূচনা।

১৯৮৯-এ ‘লাভ লাভ লাভ’ ছবিতে আবারও অধরবন্দি আমির-জুহি। ১৯৯০-এ মাধুরীর সঙ্গে এসেছিল তাঁর ‘দিল’। মাধুরীও তখন প্রতিষ্ঠিত। বিনোদ খান্নার সঙ্গে ‘দয়াবান’ ছবিতে এবং অনিল কাপুরের সঙ্গে ‘পরিন্দা’ ছবিতে তাঁর লিপ লক তখন রীতিমতো বলিউডে চর্চার বিষয়। ‘দিল’ এ আমির-মাধুরী লিপ লকের সাক্ষী থাকলেন দর্শক।

১৯৯১-এর ছবি ‘দিল হ্যায় কি মানতা নেহি’ তে পরিচালক মহেশ ভাট তনয়া পুজা ভাটের সঙ্গে একই দৃশ্যে পাওয়া গেল তাঁকে। নয়ের দশকে পর্দায় সেনসেশনাল হয়ে উঠেছিলেন পুজা বেদি। ১৯৯২-এর ছবি ‘জো জিতা ওহি সিকন্দর’-এ আয়শা জুলখার বিপরীতে নায়ক হিসেবে এলেন আমির। একে পুজার পর্দায় ওরকম ‘সেক্সি’ ইমেজ, তাতে চকোলেট বয় আমির তখন তরুণীদের হার্টথ্রব, সুতরাং ঠোঁটে ঠোঁট মিলবে না তা আবার হয় নাকি! অতএব প্রত্যাশিত ভাবেই এসেছিল লিপলক।

জুহি-আমির কেমিস্ট্রি আরও একবার ফিরল ১৯৯৩ সালের রোম্যান্টিক কমেডি ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ ছবিতে। এবং এখানেও আগের দুটি ছবির মতোই তাঁদের দেখা গেল একান্ত চুম্বনে। ১৯৯৪ -এর ছবি ‘আকেলে হাম আকেলে তুম’-এও মনীষা কৈরালার সঙ্গে লিপলক করলেন আমির। ১৯৯৫ এর ‘বাজি’তে মমতা কুলকার্নির সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন বাজিমাত করল তো বটেই, এ ছবিতেও ঠোঁটে ঠোঁটে মিলল। তবে কাবাব মে হাড্ডি হয়ে দুজনের ঠোঁটের মাঝে জেগে থাকল একখণ্ড বরফ।

 ১৯৯৬-এ এল ‘রাজা হিন্দুস্থানী’। হিন্দি সিনেমার দর্শককে এ ছবির কথা আলাদা করে বলতে হয় না। ছবিতে করিশমা কাপুরের সঙ্গে আমিরের লিপ লক বলিউডে প্রথম দশটি  অনস্ক্রিন চুম্বনের মধ্যে উপরের দিকে তো থাকেই, দীর্ঘতম অনস্ক্রিন চুম্বনের রেকর্ডও অনেকদিন আমির-করিশ্মারই দখলে ছিল। ১৯৯৭ এর ‘ইশক’ ছবিতে আর একবার জুহি চাওলার ঠোঁটে ঠোঁট রাখলেন আমির। ১৯৯৮-এর ‘গুলাম’ এ তাঁর বিপরীতে এল নতুন নায়িকা রানি মুখার্জি। বৃৃষ্টিতে, গাড়ির মধ্যে রানি-আমির  চুম্বনের দৃশ্য দর্শক আজও ভুলে যায়নি। ২০০০-এর ‘মেলা’তে টুইঙ্কল খান্নার সঙ্গে লিপ লকে দেখা গিয়েছিল তাঁকে।

এরপর বেশ কিছুদিনের বিরতি৷ ২০০০ সাল পরবর্তী সিনেমার ধারা ক্রমশ পাল্টাচ্ছিল। আমিরও মনযোগী হয়ে উঠছিলেন অন্য ধরনের সিনেমায়। ২০০৬ সালে ‘রং দে বাসন্তী’ ছবিতে আবার লিপলকে ফিরলেন আমির। এবার বিপরীতে বিদেশী অভিনেত্রী অ্যালিস প্যাটেন। আবারও বেশ কিছুদিন পরে ২০০৯ সালের ছবি ‘থ্রি ইডিয়টস’-এ কারিনা কাপুরের সঙ্গে লিপ লকে দেখা গেল তাঁকে। ২০১৩-তে ‘ধুম থ্রি’তেও ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁকে দেখা গেল পুরনো দিনের মতো অন্তরঙ্গতায়।

আজ ১৪ মার্চ ৫০ বছর বয়সে পা রাখছেন বলিউডের জনপ্রিয় ও ক্ষমতাধর অভিনেতা আমির খান। ১৯৬৫ সালের এই দিনে মুম্বইতে জন্মগ্রহণ করেন অভিনয় দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় আলো ছড়ানো এ তারকা। দীর্ঘ ক্যারিয়ারে আমির নিজেকে অভিনেতা হিসেবে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন। তাকে বলিউডের সর্বকালের ভার্সেটাইল অভিনেতাদের মধ্যে ধরা হয়। দেখার বিষয়, এই নতুন ধরণের ছবিতেও নিজের এ ইনিংসকে কতটা টেনে নিয়ে যান আমির।


এমজেড/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।