সুচিত্রা হয়ে আসছেন বিদ্যা


প্রকাশিত: ০৭:১৯ এএম, ১৭ মার্চ ২০১৫

সম্ভব হলে বাঙ্গালি দর্শকেরা চিরকাল সুচিত্রা সেনকে জীবিত দেখতে চাইতেন। কিন্তু মৃত্যুর অমোঘ যে নিয়তি তা কাছে মানুষকে হার মানতেই হয়। স্বাভাবিকভাবেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন ভারতীয় কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। তবে সুচিত্রা ভক্তদের জন্য নতুন খবর হলো, আবারও পর্দায় দেখা যাবে তাকে।

সুচিত্রা সেনের জীবনের উপর টালিগঞ্জে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। আর সেখানে অভিনয় করবেন বলিউড সুন্দরী বিদ্যা বালান। জানা গেছে, সুচিত্রা হতেই পাকিস্তানের লৌহমানবী বেনজির ভুট্টো চরিত্রের অফার ফিরিয়ে দিয়েছেন বিদ্যা। সম্প্রতি বেনজির ও সুচিত্রার দু’টো বায়োপিকের অফার ছিল বিদ্যার কাছে। শেষমেশ বেনজির ছেড়ে সুচিত্রা হতেই রাজি হলেন তিনি।

জানা গিয়েছিল বিদ্যার থেকে বেনজিরের ভূমিকা চলে গিয়েছিল রবীনা ট্যান্ডনের কাছে। এবার জানা গেল আসলে সত্যি। বেনজিরকে সরিয়ে সুচিত্রা সেনেই মন দিয়েছিলেন বাঙ্গালি অবিনেত্রী বিদ্যা। ছবির প্রয়োজনে প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছেন তিনি। গল্পের প্রয়োজনে কত্থক নাচের প্রশিক্ষণ নিচ্ছেন। বলা ভালো, সুচিত্রা সেনের মতো কিংবদন্তির ভূমিকায় অভিনয়ের আগে চরিত্রকে বিশ্বাসযোগ্য করার সব চেষ্টাই চালােচ্ছেন বিদ্যা। সুচিত্রাকে বলা হয় বাংলা ছবির চিরসবুজ নায়িকা। মহানায়ক উত্তমকুমার ও মিষ্টি নায়ক সৌমিত্রের সাথে সুচিত্রার রোমান্স-রসায়ন আজো বাঙ্গালি দর্শকের মন মাতায়।

সেই সুচিত্রার চরিত্রে বাঙালিকে মুগ্ধ করার চ্যালেঞ্জ এখন বিদ্যার সামনে। দেখা যাক কতোটা উতরাতে পারেন তিনি।

এলএ/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।