এটিএম শামসুজ্জামানকে আজীবন সম্মাননা


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৮ মার্চ ২০১৫

অসাধারণ অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকদের। তারই স্বীকৃতিস্বরূপ গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান অর্জন করে নিয়েছেন রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’।

এবার তাকে আজীবন সম্মাননা হিসেবে ‘ঢাকা মডেল এজেন্সি অ্যাওয়ার্ড’ দেবে শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম।

আগামী ২০ মার্চ বিকেল সাড়ে ৫টায় রাজধানী সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে স্বাধীনতার ৪৪ বছর পূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানেই এই সম্মান প্রদান করা হবে এটিএম শামসুজ্জামানকে।

পাশাপাশি মরণোত্তর পদক দেওয়া হবে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে। এ ছাড়া সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য পদক পাচ্ছেন আফসানা মিমি, হাসান মতিউর রহমান, জানে আলম, আনজাম মাসুদ, চৌধুরী জাফর উল্ল্যাহ শরাফত, সোহেল রহমান ও আনিকা কবির শখ।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।