মুগ্ধতা ছড়াচ্ছে কাবিল


প্রকাশিত: ১১:৫৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

বলিউডে বছরের শুরুটা হয়েছে এবার দুই সুপারস্টার শাহরুখ খান ও হৃত্বিক রোশনের নতুন দুটি ছবি দিয়ে। তবে এক্ষেত্রে নিজের ছবির মুক্তির আগে সাফল্য নিয়ে কিঞ্চিৎ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন হৃত্বিক রোশন। কারণ একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছিল বলিউড কিং শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘রেইস’।

তবে সবকিছুকে ছাপিয়ে দর্শকের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছে হৃত্বিকের ছবি ‘কাবিল’। বক্স অফিসের খবর অনুযায়ী, মুক্তির ৬ দিনেই ছবিটি আয় করেছে মোট ৭৫ কোটি রুপি। এছাড়াও গল্পের ভিন্নতার কারণে দর্শকের বাহবা কুড়িয়েছে রিভেঞ্জ থ্রিলারধর্মী এই ছবিটি।

ছবিটিতে অন্ধের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন হৃত্বিক ও ইয়ামি। তবে প্রযোজক রাকেশ রোশন মনে করেন, বক্স অফিসে শাহরুখের সঙ্গে প্রতিযোগিতা করতে না হলে আয়ের অঙ্কটা আরো একটু বড় হতো।

আরএএইচ/এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।