বাপ দাদার ঐতিহ্য নিয়ে শাকিব


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৩ মে ২০১৫

নতুন ছবি ‘লাভ ম্যারেজ’-এ পুরান ঢাকাইয়া যুবকের চরিত্রে দেখা যাবে ঢালিউড কিং খান শাকিবকে। ছবিতে তিনি বাপ দাদার ঐতিহ্য রক্ষা করতে লুঙ্গি পড়বেন বলেও জানা গেছে।

আসন্ন রোজা ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা শাহিন সুমন পরিচালিত ছবিটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। আর মাত্র দু’টি গানের শুটিং শেষ হলেই এর কাজ শেষ হবে।

ছবির গল্প প্রসঙ্গে শাহিন সুমন বলেন, শাকিব কিছুতেই পুরান ঢাকার ঐতিহ্যকে বদলাতে চায় না। এ নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের একটা লড়াই লেগেই থাকে। আর এ ভাবেই ভালোবাসার গল্প নিয়ে এগিয়ে যায় ছবিটি।

তিনি বলেন, ব্যতিক্রমী একটি চরিত্রে শাকিবকে অভিনয় করতে দেখবেন তার ভক্তরা। আশা করছি সবার ভালো লাগবে।  

শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগরসহ আরো অনেকে।

এলএ/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।