অলটাইমের সৌজন্যে আজ টঙ্গী মাতাবেন শিল্পীরা
জনপ্রিয় ব্র্যান্ড অলটাইমের সৌজন্যে রাজধানীর অদূরে অনুষ্ঠিত হচ্ছে একাধিক শিল্পীর গানের কনসার্ট। টঙ্গীতে অবস্থিত চন্দনা হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আজ বুধবার বেলা ৩টা ৩০ মিনিটে।
এখানে গান করবেন পাওয়ার ভয়েসের সজল, রেশমী ও মাটি, মাসুম এবং আয়েশা মৌসুমী। আরও গান পরিবেশন করবে ব্যান্ডদল বিমূর্ত।
অলটাইম বানের তিনটি ফ্লেভারের যে কোনোটির প্যাকেট দেখিয়ে এই কনসার্টের টিকিট পাওয়া যাবে।
কনসার্টটি নিয়ে সংগীতশিল্পী আয়েশা মৌসুমি বলেন, ‘অনেক মানুষের সামনে সরাসরি গান করতে আমার সবসময়ই ভালো লাগে। আজকের কনসার্টেও দারুণ কিছু অভিজ্ঞতা হবে বলেই প্রত্যাশা করছি। টঙ্গীবাসীদের নিমন্ত্রণ, আজকের বিকেল কাটুক ‘অলটাইম টঙ্গী কনসার্ট’র সুরের তালে।’
এই কনসার্টে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জাগোনিউজ২৪ডটকম ও জাগো এফএম (৯৪.৪)।
এলএ