অভিষেকের নায়িকা হচ্ছেন ঐশ্বরিয়া


প্রকাশিত: ১১:৪৬ এএম, ১২ জুন ২০১৭

বলিউডে পর্দার বাইরের দম্পতিদের রূপালি পর্দায় একসঙ্গে দেখা মিলেছে খুব কম। সর্বশেষ ‘এয়ারলিফট’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিলো অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নাকে। তবে এবার বলিউডের সাড়া জাগানো দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই জুটি হয়ে আসছেন নতুন সিনেমায়।

মুম্বাই মিরর জানিয়েছে, সম্প্রতি অভিষেকের ‘বোর্ডার’ ছবিটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানান অভিষেক। অভিষেক জানান, পরিচালক অনুরাগ ক্যাশপ নতুন ছবিটির প্রযোজনা করবেন। আর ছবিটিতে নায়িকা হিসেবে থাকবেন ঐশ্বরিয়া। ছবিটির পরবর্তী বাকি খবর জানার জন্য অনুরাগ ক্যাশপের ঘোষণার জন্যে অপেক্ষা করতে বললেন অভিষেক।

কিছুদিন আগেই নিজেদের দাম্পত্য জীবনের ১০ বছর উদযাপন করেছেন অভিষেক-অ্যাশ। চারদিকে গুঞ্জন ছিলো সংসার ভাঙছে এই দম্পতির। কিন্তু বিশতম বিয়ে বার্ষিকীতে অভিষেক জানিয়েছিলেন, বেশ সুখেই আছেন তারা। তারই নতুন প্রমাণ মিললো নতুন ছবিতে তাদের জুটি হয়ে আসার খবরে।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।