ঈদে আসছেন তপু
20150610194104.jpg)
জনপ্রিয় কণ্ঠশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। সঙ্গীত চর্চার পাশাপাশি একটি কর্পোরেট চাকরিও করছেন। আছে সংসারের ঝক্কিও। তবু শত ব্যস্ততার ফাঁকেই সময় করে নেন গানের জন্য। এই গানের হাত ধরেই যে তার হাজার শ্রোতার মনে বাস করা।
তাই শ্রোতাদের ভালোবাসার প্রতিদান দিতে আবারো গানের একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন ‘এক পায়ে নুপূর’ খ্যাত তপু। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদে বাজারে আসবে নাম ঠিক না হওয়া অ্যালবামটি। আর এটি হবে প্রায় দুই বছর পর তপুর নতুন একক।
এ প্রসঙ্গে তপু জানান, জি সিরিজ থেকে প্রকাশ হওয়া এই অ্যালবামটি হবে তার চতুর্থ এ্যলবাম। ৮টি গান দিয়ে সাজানো হচ্ছে নতুন একক। থাকবে না কোনো ডুয়েট গান। সবক’টি গানের কথা ও সুর তপুর। সঙ্গীতায়োজন করছেন পাভেল আরিন।
তপু বললেন, চতুর্থ এককের একাধিক গানের ভিডিও তৈরির পরিকল্পনা আছে তপুর। এর মধ্যে ‘কষ্ট আছে তোমার আছে আমারও’ গানটির দৃশ্যধারণ করবেন আগে। পাশাপাশি পুরনো অ্যালবামের একাধিক গানের ভিডিও প্রকাশ করবেন।
অন্যদিকে তপুর ব্যান্ড ‘যাত্রী’র দ্বিতীয় এ্যালবামের কাজও এগিয়ে চলেছে। এ্যালবামটি আসবে ঈদুল আজহায়।
এলএ/আরআইপি