রিয়াজের ছায়াসঙ্গী সুজানা


প্রকাশিত: ০৮:১৮ এএম, ১৭ জুন ২০১৫

জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন একসময়ের চলচ্চিত্রের হার্টথ্রুব রিয়াজ ও জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা। তারা নতুন একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। নাটকে আরো রয়েছেন লাক্স তারকা জাকিয়া বারী মম।

লিটু সাখাওয়াতের রচনায় সকাল আহমেদের পরিচালনায় টেলিছবিটির নাম ‘ছায়াসঙ্গী’।

এর গল্পে দেখা যাবে, স্ত্রী সারাকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যায় খ্যাতিমান সঙ্গীতশিল্পী রাজ। দু’জনে একান্তে সময় কাটাতে গেলেও ভক্তরা রাজের পিছু ছাড়ে না।

এর মধ্যে আবির্ভাব হয় এক নাছোড়বান্দা ভক্তের। রাজকে প্রতিদিন ফুলের তোড়া পাঠায় সে। কিন্তু সামনে আসে না। বিষয়টা নিয়ে সারা স্বামীকে সন্দেহ করে। একদিন সেই ভক্ত হাজির হয় রাজের সামনে। অপরূপ সুন্দরী এক মেয়ে। অল্প সময়ে রাজের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তার।

এরপর থেকে রাজের পিছু ছাড়তে চায় না সে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘ছায়াসঙ্গী’।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।