তৌসিফের নতুন গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৫ অক্টোবর ২০১৭

নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। ‘বল তুই বল’ শিরোনামের এই গানটি লিখেছেন তারেক বিন ফিরোজ। অপু খানের সুর ও রিয়েল আশিকের সংগীতায়োজনে গানটি একটি মিক্সড অ্যালবামে থাকবে বলে জানা গেছে।

গানটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘আমি সাধারণতো বেছে বেছে কাজ করি। ‘বল তুই বল’ গানটির কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। গানটির কথা যেমন সুন্দর তেমনি এর সুর ও সংগীতায়োজন একেবারেই আলাদা। অনেকদিন পর ভালোলাগার মতো একটি কাজ করলাম। শ্রোতারা গানটি শুনে নিরাশ হবেন না বলতে পারি।’

জনপ্রিয় গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহর সমন্বয়ে তৈরি নতুন এই মিক্সড অ্যালবামটিতে তৌসিফ ছাড়াও দেশের জনপ্রিয় শিল্পীদের গান থাকবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের মাঝামাঝিতে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয় তৌসিফের ক্যারিয়ারের দ্বাদশ একক অ্যালবাম ‘অবশেষে’।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।