নয়টি দেশে মুক্তি পাচ্ছে অগ্নি ২


প্রকাশিত: ১১:১৩ এএম, ২৫ জুন ২০১৫

‘অগ্নি-২’ মূলত নারীপ্রধান ছবি ‘অগ্নি’র সিক্যুয়েল। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় এ ছবিটি পরিচালনায় আছেন ইখতেখার চৌধুরী ও হিমাংশু। এতে মাহিয়া মাহি ও কলকাতার ওম জুটি বেঁধে অভিনয় করেছেন।

জানা গেছে, আসছে ঈদেই মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‌‌‌‘অগ্নি-২’। চলতি বছরের আলোচিত ছবিটি বাংলাদেশের পাশাপাশি ১৪ আগষ্ট মুক্তি পাবে ৯টি দেশের পর্দায়। আর ছবিটি মুক্তি পাচ্ছে তিনটি ভাষায়। ভাষাগুলো হলো বাংলা, মান্দারিন (চায়নিজ) ও মালয়।

বাংলাদেশসহ ছবিটি ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইটালি ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটি জানায়, বাংলা থেকে মান্দারিন ও মালয় ভাষায় ডাবিং করা হয়েছে ছবিটি। এছাড়া ইংরেজি সাবটাইটেল থাকবে।

‘অগ্নি ২’তে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী ও টাইগার রবি। এর দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।