মীর সাব্বিরের বাবা আর নেই


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৩১ জুলাই ২০১৫

অভিনেতা মীর সাব্বিরের বাবা মীর মাহবুব হোসেন আর নেই। ৩১ জুলাই শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় ঢাকা সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বাদ জুমা রাজধানীর সাইন্সল্যাব মসজিদে প্রথম নামাজে জানাজার পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় বরগুনায়। শনিবারে সকালে বরগুনায় দ্বিতীয় নামাজে জানাজা ও বরিশালে বাদ জোহর তৃতীয় নামাজে জানাজার পর গোরস্থান রোডে পারিবারিক কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মীর সাব্বিরের বাবার মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। মীর সাব্বির তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।