তানভীর তারেকের রকমারি ঈদ আয়োজন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১১ জুন ২০১৮

বিনোদন সাংবাদিক হিসেবে পরিচিত তানভির তারেক। তবে তার জনপ্রিয়তা বহুমুখী। সংস্কৃতির নানান অঙ্গনে সমানতালে কাজ করে চলেছেন তানভীর তারেক। এবারের ঈদেও এর ব্যতিক্রম ঘটছে না। এই ঈদে টিভি চ্যানেল ও রেডিও স্টেশনে বিশেষ ঈদের অনুষ্ঠান ছাড়াও নিজের তৈরি একাধিক গান উপহার দিচ্ছেন শ্রোতা-দর্শকদের।

ঈদ উপলক্ষে তৈরি নিজের গান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘সেলেব্রিটি মিউজিক চ্যানেলের ব্যানারে বেশ কিছু গান প্রকাশ পাবে। এর ভেতরে আমার কম্পোজিশনে সুবীর নন্দীর গাওয়া একটি সিঙ্গেল ট্র্যাক রয়েছে। থাকছে আমার নিজের গাওয়া দুটি রোমান্টিক গান। ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটির একটি ব্লুজ ভার্সন করছি, যেটাতে আমি ছাড়াও কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত, মানিক ও টুটুল। এছাড়াও দুজন নবাগত শিল্পীর কয়েকটি গানের প্রজেক্ট করছি।’

বিজ্ঞাপন

গানের কাজ ছাড়াও ঈদে টিভি অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করছেন তানভীর তারেক। এরমধ্যে রয়েছে এটিএন বাংলায় ৩ দিনব্যাপী ঈদ স্পেশাল। যেখানে তানভীর তারেকের অতিথি হয়ে ঈদ আড্ডায় অংশ নিয়েছেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস, বিউটিশিয়ান ফারজানা মুন্নি, ফুটবল তারকা জাহিদ হাসান এমিলি, চিত্রনায়িকা নিপুণ, পূজা চেরি, নায়ক সিয়াম আহমেদসহ অনেকে। আরেকটি ঈদ আড্ডা করছেন জাগো এফ এম এর জন্য।

ঈদের বিশেষ অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর বলেন, ‘যেহেতু প্রথমবারের মতো ঈদ ও বিশ্বকাপ খেলা একই সময়ে পড়েছে তাই ঈদের অনুষ্ঠানের আঙ্গিকেও দুটির সমন্বয় রাখার চেষ্টা করেছি। আশা করছি দর্শকেরা সেই ভিন্নতা উপভোগ করবেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর বাইরে নিজের ইউটিউব চ্যানেলের জন্যও ঈদ স্পেশাল বিশেষ অনুষ্ঠান নির্মাণ করছেন তিনি। তানভীর তারেক বলেন, ‘এখনকার দর্শকের সিংহভাগ ইউটিউবকেন্দ্রিক। তাই গত প্রায় ১ বছর ধরেই আমি ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রকাশ করছি। ঈদ উপলক্ষে বেশকিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ প্রকাশ পাবে। যেখানে আমার অতিথি জয়া আহসান, শাকিব খান, শাকুর মজিদ, ভারতের কম্পোজার দূর্বাদল চট্টোপাধ্যায়, চিত্রনায়ক ফারুকসহ অনেকে।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য, তানভীর তারেকের ইউটিউবভিত্তিক কয়েকটি শো বেশ জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি। এর ভেতরে প্রতিদিনের লাইভ ‘হকার’ ও বিষয়ভিত্তিক আলোচনার অনুষ্ঠান ‘র্যান্ডম টক’ অন্যতম।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।