টিভিতে সাইমন-মাহির পোড়ামন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:১০ এএম, ১৬ জুন ২০১৮

একটি ছবি মুক্তি পেয়ে স্বস্তি দিয়েছিলো ঢাকাই ইন্ডাস্ট্রিকে। একের পর এক ফ্লপ সিনেমার মন্দা কাটিয়ে উঠতে কিছুটা সাহায্য করেছিলো এটি। সেই ছবির নাম ‘পোড়ামন’। ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটি ছিল সেই বছরের অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি।

এটি পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। এতে অভিনয় করে জুটি হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এছাড়াও অভিনয় করেছন আনিসুর রহমান মিলন, আলীরাজ, মনিরা মিঠু, বিপাশা কবির, মিশা সওদাগরসহ আরো অনেকে। ছবিটি এবার টেলিভিশনের পর্দাতেও প্রচার হতে যাচ্ছে।

Symon

ঈদ উপলক্ষে আগামীকাল মাছরাঙা টিভিতে এটি প্রচার হবে ২টা ৩০ মিনিটে।

বান্দরবানের একটি সত্য ঘটনাকে নিয়ে নির্মিত হয়েছিল ছবিটি। এর বেশির ভাগ শুটিং হয়েছিল বান্দরবানের নীলগিরি, মেঘলাসহ মিয়ানমার সীমান্তের মনোরম লোকেশনে। পোড়ামন ছবির গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। বিশেষ করে ন্যান্সি ও শফিক তুহিনের গাওয়া ‘জ্বলে জ্বলে জোনাকী’ ছিল ২০১৩ সালের সেরা ৩টি জনপ্রিয় গানের একটি।

Symon

প্রসঙ্গত, আসছে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে নতুন পরিচালক রায়হান রাফি পরিচালিত প্রতীক্ষিত একটি ছবি ‘পোড়ামন-টু’। এ ছবির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পাচ্ছে নতুন এক জুটি সিয়াম-পূজা। ছোটপর্দার তরুণ তারকা সিয়ামের এটিই প্রথম চলচ্চিত্র।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।