সুস্থ হয়ে দেশে ফিরছেন দিতি


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০৮ আগস্ট ২০১৫

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য মাদ্রাজে গিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিতি। সেখানে ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে (এমআইওটি) হাসপাতালে ভর্তি হন তিনি।

গেল ২৯ জুলাই দুপুরে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। তারপর প্রায় দু’সপ্তাহ ধরেই তিনি হাসপাতালে আছেন। তবে এখন রয়েছেন চেন্নাইয়ে। ভক্ত, অনুরাগী, সহকর্মীরা সর্বক্ষণ প্রার্থনা করছেন, শুভকামনা জানাচ্ছেন; তিনি যেন সুস্থ শরীরে দেশে ফিরে আবার কাজে যোগ দিতে পারেন।
/

সুখবর হচ্ছে, দিতি এখন বেশ সুস্থ। চেন্নাই থেকে তার মেয়ে লামিয়া চৌধুরী শুক্রবার ফেসবুকে জানান, ‘মা স্বাভাবিক খাবার খেতে পেরেছেন। গোসল করেছেন, আড্ডা দিয়েছেন অনেকক্ষণ। জানালায় দাঁড়িয়ে চেন্নাইয়ের সূর্যাস্তও দেখেছেন। খুব তাড়াতাড়ি আমরা দেশে ফিরবো।’

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।