প্রকাশ হল সালমান শাহকে নিয়ে সেই গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮

প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল সালমানের মৃত্যুর ৪১ দিন পর অর্থাৎ ১৯৯৬ সালের ১৮ অক্টোবর। জাকির হোসেন রাজুর লেখা, আবু তাহেরের সুর ও সংগীতে সাবিনা ইয়াসমিন ও আগুনের গাওয়া ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ সিনেমার এ গানটি তখন আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল।

প্রায় ২২ বছর পর সেই গান আবারো নতুন সঙ্গীতায়োজনে শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’র ছবির জন্য গাইলেন ইমরান ও খেয়া। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। আর এ ভিডিওতে দেখা যাবে চিত্রনায়ক আরজু ও পরীমনিকে।

আজ বুধবার অমর নায়ক সালমান শাহকে উৎসর্গ করে এ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। গুণী নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘আমি সত্যিই আজ অনেক বেশি আনন্দিত, গর্বিত। বাইশ বছর আগের গান এই সময়ের উপযোগী করে চমৎকারভাবে গানটি করা হয়েছে। ইমরান এবং খেয়া অসাধারণ গেয়েছেন। যেহেতু আমার প্রথম চলচ্চিত্রের গান, তাই ভালোবাসাটা প্রথম সন্তানের মতোই। আমি দোয়া করি, এই গান যেন আমার আগের গানের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায়।’

গানটি গাওয়া প্রসঙ্গে ইমরান বলেন, ‘ছোটবেলা থেকেই এই গান অনেক শুনেছি, মঞ্চেও গেয়েছি। এই গান আমি নতুন করে কখনো গাইবো, ভাবিনি। জানি, সাবিনা ম্যাডাম, আগুন ভাইয়ের মতো এত সুন্দর হবে না। তারপরও গানটি আমাদের মতো করে গেয়েছি।’

চিত্রনায়ক আরজু বলেন, ‘যে মানুষটির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থেকে চলচ্চিত্রের নায়ক তিনি সালমান শাহ। তার গানে আমি অভিনয় করব, জীবনে এরচেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না।’

শামীমুল ইসলাম শামীম বলেন, ‘রাজু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। গানটি আমাকে নতুন করে করতে দিয়ে তিনি বিশাল হৃদয়ের পরিচয় দিলেন।’

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।