হকি ফেডারেশনের নির্বাচনে নব্বই দশকের জনপ্রিয় মডেল ফয়সাল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

নব্বই দশকের অসম্ভব জনপ্রিয় মডেল ও অভিনেতা ফয়সাল আহসানউল্লাহ। দর্শকের কাছে তিনি ফয়সাল আহসান হিসেবেই পরিচিত। তার সময়ে সেরা মডেলদের অন্যতম একজন ছিলেন।

কিউট ট্যালকম পাউডার কিংবা কোকাকোলার বিজ্ঞাপনের সেই লম্বা চুলের ফয়সাল আজও তার ভক্তদের মধ্যে আবেদন ছড়ান। দীর্ঘদিন সেই প্রিয়মুখের দেখা নেই পর্দায়। নেই কোনো খবরেও। ব্যক্তিগত কারণে শোবিজ থেকে আড়ালে রয়েছেন।

এদিকে জানা গেল, মডেল ফয়সাল একজন হকিপ্রেমী মানুষ। নিজে যেমন হকি খেলতে ভালোবাসেন তেমনি বাংলাদেশে হকির জনপ্রিয়তা বাড়াতে নীরবে কাজও করে যাচ্ছেন তিনি।

শুধু তাই নয়, এবার তিনি জাতীয় হকি ফেডারেশন নির্বাচনেও অংশ নিচ্ছেন। সাজিদ-সাদেক প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন নন্দিত এই মডেল। জাগো নিউজকে আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন ফয়সাল।

তিনি বলেন, হকি ফেডারেশনের সভাপতি পদ বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান অলংকৃত করেন। এর বাইরের পদগুলোর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনে সাজিদ-সাদেক প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন তিনি। ৮৫ জন ভোটারের সংগঠনটিতে ২৮টি পদের জন্য ভোট হবে ৮ এপ্রিল।

এই মডেল ও অভিনেতার আরও জানান, হকি ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন আবদুস সাদেক, মমিনুল হক সাঈদ ও আবদুর রশীদ শিকদার।

নির্বাচনে সহসভাপতি পদে আবদুর রশীদ শিকদার, প্রতাপ শংকর হাজরা, সৈয়দ মোস্তাক আলী, সারওয়ার হোসেন, মাহমুদ রিবন, নূরে আলম খোকন, মমিনুল হক সাঈদ, সাজেদ এ এ আদেল, ড. মাহফুজুর রহমান, জাকি আহমেদ, মোস্তাবা জামান, মোহাম্মদ ইউসুফ আলী ও কামরুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে কামরুল ইসলাম কিসমত, বদরুল ইসলাম দিপু, আনোয়ারা সরকার, মাহবুবুল এহসান রানা ও মোহাম্মদ ইউসুফ মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিলেন কাজী মঈনুজ্জামান পিলা ও হাজি হুমায়ুন।

নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে ফয়সাল বলেন, ‘হকি আমার কাছে নেশার মতো। স্কুল জীবন থেকেই হকি খেলার সঙ্গে জড়িয়ে রয়েছি। কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, ঊষা ক্রীড়া চক্রের হয়ে টানা ১০ বছর হকি খেলেছি আমি। সেই আবেগের জায়গা থেকে ২০১৫ সালে সাবেক হকি খেলোয়াড়দের নিয়ে ‘ভ্যাটারান হকি বাংলাদেশ’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। বর্তমানে এই সংগঠনেরই সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।

সেই সূত্রেই হকি ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ততা। নির্বাচন করার সুযোগ আরও আগেই ছিল। তখন আগ্রহটা ছিলো না। আমি ঝামেলামুক্ত থাকতে পছন্দ করি। কিন্তু অনেক বরেণ্য খেলোয়াড় সংগঠক মুরুব্বিরা বললেন আমার নির্বাচন করা প্রয়োজন। তাই সাহস করে নামলাম। বাংলাদেশের হকির জন্য ভালো কিছু করতে চাই।’

নির্বাচিত হলে বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায় কাজ করবে ফয়সালের প্যানেল। তিনি তার ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন। সেইসঙ্গে হকি ফেডারেশনের ভোটারদের ভোটও প্রত্যাশা করছেন তিনি।

প্রসঙ্গত, হকির বাইরে একজন পুরোদস্তুর ব্যবসায়ী মডেল ফয়সাল। রেস্টুরেন্ট, বুটিক হাউজ ও এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টের ব্যবসা নিয়ে ব্যস্ততা তার।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।