বেনাপোল মাতিয়ে গেলেন নকুল কুমার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:১৩ এএম, ১৭ ডিসেম্বর ২০২০

সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস বুধবার শীতের দুপুর মাতিয়ে তুলেছিলেন বেনাপোল জনপদে।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের মালিকানায় গড়ে ওঠা বেনাপোলে সর্বাধুনিক মার্কেট ‘নিত্য হাট’ এর উদ্বোধন উপলক্ষে সেই সুদূর ঢাকা থেকে তিনি এসেছিলেন এই সীমান্তের জনপদে। আসলেন এই হাটে, পা রাখলেন মঞ্চে, গাইলেন অনেক স্মরণীয় গান। হাজারো দর্শক শ্রোতাকে মাতালেন তার মধুর সুরে।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু মনোমুগ্ধকর পরিবেশে সঙ্গীত উপভোগ করেন। তিনি সুরের আবহে সবাইকে ভাসিয়ে দিলেন আনন্দের বন্যায়। গাইলেন একের পর ‘এক টাকারে টাকা’, ‘চাচায় চা চায়, চাচি চেচায়’, ‘বিয়া করলাম ক্যান’ এ রকম আরও সব অসাধারণ লোক মাতানো গান।

jagonews24

তবে শুরুতেই তিনি মহান বিজয় দিবস স্মরণে সঙ্গীত পরিবেশন করেন। নিত্য হাট নিয়েও একটি স্বরচিত ও সুরারোপিত সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।

জামাল হোসেন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।