বিগ বাজেটের ‘নগরবালা’, নায়ক শিপন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৭ জানুয়ারি ২০২১

নির্মাতা আদিত্য জনি নির্মাণ করলেন কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলালের রচিত ‘নগরবালা’। বিগ বাজেটে নির্মিত হয়েছে এই টেলিছবিটি। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘দেশা : দ্য লিডার’খ্যাত নায়ক শিপন মিত্র।

এর গল্পে দেখা যাবে, বালার সাথে কথা কাটাকাটি হচ্ছে একজন যুবকের সাথে। এক পর্যায়ে বালা যুবকের কলার ধরে জোড় করে রাস্তায় ফেলে দেওয়া চিপসের প্যাকেট তুলে ডাস্টবিনে ফেলতে বাধ্য করলো। এরপর অফিসে গিয়ে দেখতে পায় ২ ঘন্টা দেরি। অফিসের বস খাইরুল ইসলামের বকাবকি শুনে কাজ শুরু করলো।

এভাবেই প্রতিদিনই চলার পথে; ফুটপাথে, বাজারে, পাড়া-মহল্লায় নানান জনের সাথে নানান বিষয়ে দ্বন্দ বাঁধে নগরের পরিচ্ছন্নতা নিয়ে। বালার কথা হলো আমরা যদি নগরকে পরিচ্ছন্ন না রাখি নগর ভালো থাকবে না। এলাকায় বালার নগরের পরিচ্ছন্নতা নিয়ে একক শ্রমের জন্য, অনেক প্রসংশা শুনে লোকের মুখে। বালা খুব প্রতিবাদি ও সুন্দর মনের মানুষ হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে।

বালা ঢাকা শহরের রাস্তায়, ফুটপাথে ময়লা ফেলার বিরুদ্ধে কাজ করে। এমনকি রাস্তায় যন্ত্রতন্ত্র পার্কি, রাস্তায় খেলাধুলা থেকে শুরু করে নানান কিছু নিয়ে সচেতন গড়তে প্রচারণা করেই যায় একক শ্রমে।

jagonews24

প্রচারণ করতে গিয়ে আবির নামক এক ছেলের সাথে দ্বন্দ্ব বাঁধে। আবির ক্ষমতার প্রভাব ও পিতার ধন-সম্পত্তির অহংকারে বালার ক্ষতি করার নানান রকম ছক আঁকে গোপনে। কিন্তু আবির নিজের বিবেকের কাছে অনুতপ্ত হয় এক সময়।

আবির নিজেই বালার কাছে ভালো হবার জন্য; তার মন পাবার জন্য অনেক ভালো কাজ করতে থাকে। এমন কি আবির তার দুই সহযোগী সাথে নিয়ে বালার মতো নগরের পরিচ্ছন্নতা নিয়ে সেচ্ছাশ্রম ও সেচ্ছাসেবক মূলক কাজে সচেতনতা মূলক কাজ করতে থাকে। আবিরের উদ্দেশ্য বালার মন পাওয়া জন্য। বালার মন পাওয়ার জন্য আবিরও নগরের উন্নয়নে কাজ করতে থাকে। অনেক ঘাত-প্রতিঘাত নেমে আসে আবির ও বালার মধ্যে।

আবির ও বালার করুণ পরিণতি ও প্রেম ভালোবাসার জয়ী হওয়ার গল্পটি দেখে মুগ্ধ হবে দর্শক, এমনটিই প্রত্যাশা করেছেন নির্মাতা আদিত্য জনি।

বালা চরিত্রে এখানে দেখা যাবে অভিনেত্রী সানজিদা ইসলামকে। আর আবির চরিত্রে হাজির হবেন শিপন। এছাড়াও অন্যান্য বিভিন্ন চরিত্রে দেখা সাবে আজম খান, সারা, ইমরান হাসো, আরশি খান সহ এক ডজন পরিচিত মুখ।

‘নগরবালা’ টেলিছবিটি আগামী ২৯ জানুয়ারি, শুক্রবার বেলা ৩টায় চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানান নির্মাতা আদিত্য জনি।

 এলএ/এএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।