সুস্থ হয়ে উঠছেন করোনায় আক্রান্ত সংগীতশিল্পী সাব্বির নাসির
সংগীতশিল্পী সাব্বির নাসির করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৭ জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে করোনা টেস্ট করা হয়। রিপোর্ট আসে তিনি কভিড-১৯ পজিটিভ।
এরপর ১৮ জানুয়ারি তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। শিল্পীর জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।
নিশ্চিত হওয়া গেছে, বর্তমানে সাব্বির নাসিরের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। দিন দিন সুস্থ হয়ে উঠছেন তিনি, জানালেন ড. নাহিদের তত্বাবধানে থাকা ইউনিটের প্রধান নার্স স্বরসতি।
তিনি বলেন, ‘কভিড ইউনিটের সিনিয়র মেডিকেল অফিসার ড. নাহিদ সকালে ভিজিট করে গেছেন। আগের চেয়ে অনেক ভালো আছেন সাব্বির নাসির। আজ (৩১ জানুয়ারি) অক্সিজেন লাগছে না। উনার শারীরিক অবস্থা অনেকটা উন্নতির পথে। তবে উনার ডায়াবেটিস ও হাইপার টেনশন রয়েছে।’
এদিকে সংগীতশিল্পী সাব্বির নাসিরকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করছেন কনসালটেন্ট ডাক্তার মুহাম্মদ মর্তুজা খায়ের, কভিড ইউনিটের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া এবং ডাক্তার শৈবাল।
প্রসঙ্গত, সংগীতশিল্পী সাব্বির নাসির বেশকিছু শ্রোতাপ্রিয় হিট গান উপহার দিয়েছেন। গত বছর শেষে তাঁর গাওয়া ‘আবোল তাবোল’ গানটি প্রকাশের পর বেশ সাড়া ফেলে। সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ পায়।
এর আগে ‘হর্ষ’, ‘ফুল ফোটাবো’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’, ‘তুমি দমে দম’সহ বেশক’টি গানচিত্র প্রকাশ করে আলোচনায় আসেন তিনি।
এলএ/এমএস