‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানের স্রষ্টা আলী হোসেন আর নেই

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানটি বাজানো হয় না বাংলাদেশে এমন বিয়ে বাড়ি পাওয়া কঠিন। তুমুল জনপ্রিয় এ বিয়ের গানটির সুরস্রষ্টা কিংবদন্তি সংগীত পরিচালক আলী হোসেন। তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন আলী হোসেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

মহরহুমের পারিবারিক সূত্রে তিনি জানান, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন আলী হোসেন। হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন তিনি।

বাংলাদেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র আলী হোসেন। বাংলা চলচ্চিত্রে অসংখ্য কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। তার হাত দিয়ে সৃষ্টি হয়েছে ‘চাতুরী জানে না মোর বধূয়া‘, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘আরে ও প্রাণের রাজা’, ‘এ আকাশকে সাক্ষী রেখে’, ‘ও দুটি নয়নে’, ‘কে তুমি এলে গো আমার এ জীবনে’সহ অসংখ্য জনপ্রিয় গান।

বাংলা চলচ্চিত্রের পাশাপাশি উর্দু সিনেমার জন্যও গান তৈরি করেছেন আলী হোসেন। তার মধ্যে উল্লেখযোগ্য ‘ছোট সাহেব’, ‘দাগ’, ‘আনাড়ি’, ‘কুলি’ ইত্যাদি চলচ্চিত্রগুলো।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।