পিছিয়ে গেল ‘এক কাপ চা’


প্রকাশিত: ০৩:৩২ এএম, ১১ নভেম্বর ২০১৪

চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ ছবির মুক্তি দুই সপ্তাহের জন্য পিছিয়ে গেল। ছবিটি ১৪ই নভেম্বর মুক্তি পাচ্ছে না বলে জানালেন ফেরদৌস নিজেই। সম্ভবত ২৮শে নভেম্বর ‘এক কাপ চা’ মুক্তি পেতে পারে।

ফেরদৌস জানান, আমার প্রযোজিত ছবি ‘এক কাপ চা’ মুক্তিতে যারা সহযোগিতা করছেন তাদের পরামর্শেই আমি মুক্তির তারিখ পরিবর্তন করেছি। তিনি জানান, আগামী ১২ই নভেম্বর ছবির অডিও সিডি প্রকাশ করা হবে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত প্রথম ছবি ‘এক কাপ চা’ নির্মাণ হয়েছে ফেরদৌসের নিজস্ব প্রযোজনা সংস্থা নুজহাত ফিল্মসের ব্যানারে।

ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস ও ঋতুপর্ণা সেনগুপ্তা। ‘এক কাপ চা’ নির্মাণ হয়েছে ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত পরিচালক বাসু চ্যাটার্জির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে। এ ছবিতে অতিথি শিল্পী হিসেবে হুমায়ুন ফরীদি, নিপুণসহ অনেক তারকাকে দেখা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।