লালনের কথায় প্রশংসিত সুকুমার বাউল ও সামজ ভাইয়ের গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২১ মে ২০২১

ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে ‘তুই জীবনের চেয়েও বেশি’ নামের মিউজিক ভিডিও। গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন সুকুমার বাউল ও সামজ ভাই।

১৪ মে ঈগল মিউজিক ভিডিও স্টেশনে প্রকাশিত এই গানটি ইতিমধ্যেই ৫ লাখের বেশি ভিউ হয়েছে।

বিজ্ঞাপন

ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ বলেন, ‘গুণী শিল্পী সুকুমার বাউল ও সামজ ভাইকে দিয়ে আমরা গানটি করিয়েছি। ইতিমধ্যেই ৫ লাখ ভিউ হয়েছে। গানটি পছন্দ করছেন শ্রোতার। বেশ ভালো লাগছে।'

গানটি প্রসঙ্গে দেওয়ান লালন বলেন, 'একটু ভিন্ন আঙ্গিকের গান এটা৷ শ্রোতারা উপভোগ করছেন দেখে ভালো লাগছে৷'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিমুল দীপ বিজনের সুরে গানটির র‌্যাপ মিউজিক করেছেন সামজ ভাই। সংগীত করেছেন অঙ্কুর মাহমুদ।

মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন, অর্ণব, মিথিলা, ঐশী, সুমী ও সীমা। ডিওপি ছিলেন জহির রায়হান। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ঈগল টিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গানের ভিডিও :

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।