প্রযোজনায় নাম লেখালেন মাহি

অনেক আগেই ছবি প্রযোজনা করার ঘোষণা দিয়েছিলেন মাহিয়া মাহি। সে যাত্রায় এগুলেন আরও একধাপ। মাহির নিজস্ব প্রযোজনা সংস্থা ‘স্করপিয়নস’র প্রথম চলচ্চিত্রের নাম হবে ‘নিয়তি’। চলচ্চিত্রটি যৌথ প্রযোজনায় নির্মিত হতে পারে।
এ প্রসঙ্গে মাহি জানান, প্রথমে ভেবেছিলাম চলচ্চিত্রটি একাই প্রযোজনা করবো। কিন্তু পরে ভেবে দেখলাম, কলকাতার কোন একটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করলে ভালো হয়।
এদিকে আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবার কথা রয়েছে মাহীর ‘দেশা দ্যা লিডার’। গত সপ্তাহে শেষ করেছেন আব্দুল আজিজ ও অশোক পতির ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবির কাজ।