চলচ্চিত্র নিয়ে ব্যস্ত শখ

চলচ্চিত্র নিয়েই এখন বেশি সিরিয়াস হতে চান শখ। এছাড়া নতুন কাজ প্রসঙ্গে শখ বলেন, ‘আপাতত বেশ কটি টিভিসি করছি। এছাড়া নতুন চলচ্চিত্রের ব্যাপারে কথা চলছে। ওপার বাংলার দুটি চলচ্চিত্রের অফার এসেছে এরই ভেতরে।
দুই বাংলার চলচ্চিত্র প্রসঙ্গে শখ বলেন, আমি মনে করি না ওপার বাংলার চলচ্চিত্রে কাজ করা কোনো কৃতিত্ব নেই। আমার কিছু অফার এসেছে, ভাল স্ক্রীপ্ট দেখেই কাজ শুরু করবো। এর চেয়ে আমি মনে করি দেশিয় চলচ্চিত্রে সাফল্য অনেক জরুরি। আমার অল্প অল্প প্রেমের গল্প ছবিটি বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছি। তাই এই সাফল্য নিয়েই এগিয়ে যেতে চাই। এর বাইরে অনুষ্ঠান উপস্থাপনার বেশ কিছু অপার আছে কিন্তু সেটিও এখন চাইছি না। কারণ ফিল্মে আমি আমার শক্ত একটি ইমেজ তৈরি করতে চাই।
উল্লেখ্য, এর আগে শাকিব খানের বিপরীতে একটি চলচ্চিত্র রিলিজ হয়েছিল। সেই ছবিটিও সাফল্য ধরে রাখে। এরপর সানিয়াতের অল্প অল্প প্রেমের গল্প ছবিটির সাফল্যও তাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায়। এছাড়া সর্বশেষ লাক্সের ইভেন্টে পারফর্ম করেন শখ।