নায়ক-নায়িকার ভূমিকায় বিরাট-আনুষ্কা


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২১ নভেম্বর ২০১৪

একই স্ক্রিনে বিরাট ও আনুষ্কা। কিন্তু এতে নিউজ ফ্যাক্টরটা কি? অবশ্যই আছে। রিয়েল লাইফ থেকে সরাসরি রিল লাইফে লাফাতে চলেছেন এরা। একসঙ্গে বিজ্ঞাপন করার পর সিনেমায় আসতে পারেন বিরাট-আনুষ্কা।

বিশ্বস্ত সূত্রের খবর মেনে নিলে যশরাজ ফিল্ময়ের পরবর্তী ছবিতে এই জুটিকে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে। আদিত্য চোপড়া তরফে বিরাটকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছিল। রানি মুখোপাধ্যায় নাকি তাঁকে আগাম পারিশ্রমিকও দিয়ে রেখেছেন। কিন্তু বিরাট এখনও হ্যাঁ কিংবা না কিছুই জানাননি। বরং ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন।

আসলে এই জুটির রিয়েল লাইফ কেমিস্ট্রিকেই কাজে লাগিয়ে ছবির ইউএসপি তৈরি করতে চাইছেন যশরাজ ফিল্মস। আর বিরাট-আনুষ্কা এতদিন যাবৎ জনসমক্ষে না বেরিয়ে ক্যামেরা এড়িয়ে চললেও ইদানীং আর ততটা রাখঢাক করতে চাইছেন না। হয়তো দুই পরিবারের মধ্যে যাবতীয় বৈবাহিক কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই তাঁরা এতটা নিশ্চিন্ত।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।