আজ ৫ হলে মুক্তি পাচ্ছে ‘ছিটমহল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২২

আজ ১৪ জানুয়ারি শুক্রবার এইচ আর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য পরিচালকের নিজের।

এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খানসহ অনেকে।

নির্মাতা বলেন, 'করোনার কারণেই ‘ছিটমহল’ মুক্তিতে দেরি হলো। এতে আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি ভালো গল্পের সিনেমা উপহার দেবো বলে।

আশা করি কেউ নিরাশ হবেন না। তাই বলবো হলে আসুন সিনেমাটি দেখুন।'

ছবিসংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ শুক্রবার থেকে ৫টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ছিটমহল’। এর মধ্যে ব্লকবাস্টার ( যমুনা ফিউচার পার্ক ) , সুগন্ধ্যা (চট্রগ্রাম), শংখ (খুলনা), সিনে স্কোপ (নারায়ণগঞ্জ), বৈশাখী (রাজবাড়ির) কালুখালীতে দর্শক ছবিটি দেখতে পারবেন।

সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। এতে আরও অভিনয় করেছেন মীরাক্কেলের সজল, ডন হক, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী ও পরিচালক নিজেই।

সিনেমাটি প্রযোজনা করেছে কমন হোম এটাচার। এটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।