৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল স্বপ্ন যে তুই


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২১ নভেম্বর ২০১৪

সারাদেশের প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল মনিরুল ইসলাম সোহেল পরিচালিত চলচ্চিত্র ‘স্বপ্ন যে তুই’। এর আগে ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে প্রচারণা চালায় প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান।

চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে আছেন ইমন ও আঁচল। তাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সিরাজগঞ্জে যান মনিরুল ইসলাম সোহেল। তিনি বলেন, “আমরা ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। দর্শকের প্রত্যাশা পূরণ করবে ‘স্বপ্ন যে তুই’।”

রোমান্টিক নামকরণ প্রসঙ্গে মনিরুল ইসলাম সোহেল বলেন, “প্রথমে নাম ঠিক করেছিলাম ‘টম এ্যান্ড জেরি’। কিন্তু পরবর্তীতে কোনো এক বিশেষ কারণে নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছি ‘স্বপ্ন যে তুই’।”

এতে দেখা যাবে, ‘মফস্বলের ছেলে টম জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায়। শহরে এসেই সে জেরি নামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু টম ও জেরির এই মধুর সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায় জেরির এক ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুটি যে কোনো মূল্যে তাকে নিজের করে পেতে চায়। তাই সে জেরির কাছে টমকে নিয়ে নানান কুৎসা রটাতে থাকে, যাতে সে টমকে ঘৃণা করে এবং ভুলে যায়। কিন্তু নাছোড়বান্দা টম জেরিকে আপন করে পেতে মরিয়া হয়ে ওঠে। অতঃপর সে নানারকম ছলাকলার আশ্রয় নেয়। এভাবেই সিনেমার কাহিনী এগিয়ে যেতে থাকে।’

ইমন ও আঁচল ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, ববি, আবু হেনা রনি, জামিল হোসেন, আনোয়ারুল আলম সজল, রেবেকা, আদনান, আফরী, সুব্রত, নাহিদ প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, আবিদ রনি, শিহাব রিপন ও আকাশ। ছবিটিতে মোট গান থাকছে ৬টি। কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, অভি আকাশ, পারভেজ সাজ্জাদ, রাজিব। এছাড়াও ভারতীয় সংগীতশিল্পী আকাশ ও তনুশ্রী একটি গানে কণ্ঠ দিয়েছেন। ‘ইস্টার্ন মোশন পিকচার্স’ এর প্রযোজনায় ‘স্বপ্ন যে তুই’ পরিবেশনা করছে ‘সজীব ফিল্মস’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।