১০০ কোটি আয়ের পথে ‘গাঙ্গুবাই’ আলিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০২ মার্চ ২০২২

মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমা। মুক্তির পঞ্চম দিনেও বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ছবিটি। সিনেমায় আলিয়ার অভিনয়ে মুগ্ধ দর্শক। সঞ্জয়লীলা বানসালির নির্মাণে আরও একবার বিমোহিত হিন্দি সিনেমাপ্রেমীরা।

সিনেমাটি প্রথম দিনেই ব্যপক সাড়া ফেলেছে ভক্তদের মনে। প্রথমদিন ছবিটি আয় করে ১০ কোটি রুপি। মঙ্গলবার শেষে রিপোর্ট, ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় এখন ৫৬ কোটি রুপি। পরিচালক সঞ্জয়লীলা বানসালি মনে করছেন খুব দ্রুত তা ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

এদিকে, ‘গাঙ্গুবাই’ মুক্তির ঠিক আগে সুপ্রিম কোর্ট বানসালি প্রোডাকশনের বিরুদ্ধে সিনেমাটি মুক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন খারিজ করে দিয়েছে।

গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র আবেদনটি দায়ের করেন। এই বিষয়ে বিস্তারিত শুনানির পর বিচারপতি ইন্দিরা ব্যানার্জি এবং জে কে মহেশ্বরীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বোম্বে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র বাবুজি রাওজি শাহের দায়ের করা আবেদন খারিজ করে দেয়।

আইনজীবী অরুণ কুমার সিনহা এবং রাকেশ সিংয়ের মাধ্যমে দায়ের করা আপিলটিতে গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র দাবি করেছিলেন, উপন্যাস (মুম্বাইয়ের মাফিয়া কুইন্স) এবং সিনেমাটি তার ভাবমূর্তি, তার মৃত মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কলঙ্কিত করেছে।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।