চাঁদরাতে দীপ্ত টিভিতে ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’
কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২’। গত ১৪ই মে বাংলাদেশ ও কলকাতার বিনোদন দুনিয়ার তারকাদের হাতে বিভিন্ন বিভাগে পুরস্কার তুলে দিতে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। বাংলাদেশ থেকে অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দীপ্ত টিভি।
করোনার কারণে শেষ তিন বছর কলকাতা টেলিসিনে সোসাইটির এই আয়োজন অনুষ্ঠিত হয়নি। এই বছর নজরুল মঞ্চে ১৯তম টেলি সিনে অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। ‘টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২‘ এ উপস্থিত ছিলেন বাংলাদেশ এবং কলকাতার নামিদামি তারকারা।
অনুষ্ঠিনটি দীপ্ত টিভিতে ঈদের আগেরদিন রাত অর্থাৎ চাঁদরাতে ১০টা ৪০মিনিটে প্রচারিত হবে।
জমকালো এই অনুষ্ঠানের মঞ্চে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় আলমগীর ও রুনা লায়লাকে। একই মঞ্চে দেশের শীর্ষ তারকা শাকিব খানকেও ‘বীর’ ও ‘পাসওয়ার্ড’ ছবির জন্য সেরা নায়কের পুরস্কার তুলে দেওয়া হয়। মিশন এক্সট্রিম ছবির জন্য সেরা নায়কের পুরস্কার পান আরিফিন শুভ।
‘রেহেনা মরিয়ম নূর’ এর জন্য পুরস্কার পান আজমেরী হক বাঁধন, ‘রাত জাগা ফুল’ সিনেমার জন্য মীর সাব্বির পুরস্কৃত হয়েছেন। এই আসরে মমতাজ, কোনাল ও তাসনিম আনিকা পেয়েছেন সেরা গায়িকার পুরস্কার।
টেলি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে টলিউড অভিনেতা-অভিনেত্রী, সংগীত এবং অন্যান্য বিভাগের কলাকুশলীরা সকলেই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থেকে বেস্ট প্লেব্যাক সিঙ্গার বিভাগে পুরস্কার পেয়েছেন অনুপম রায়। অন্যান্য বিভাগের মধ্যে সৃজিত মুখার্জির ‘গুমনামি’ ছবিটি পেয়েছে একসঙ্গে ৩ টি পুরস্কার। সেরা ছবি, পপুলার চয়েসে সেরা অভিনেতা এবং জুরিদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে এই ছবিটি।
‘চিনি’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন অপরাজিতা আঢ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, রাজ চক্রবর্তীসহ অনেক তারকারা।
এলএ/এএসএম