‘হিরোগিরি’ নিয়ে তৈরি দেব


প্রকাশিত: ০৩:০৫ এএম, ২৭ নভেম্বর ২০১৪

‘যোদ্ধা’-র পর দেবের ‘হিরোগিরি’ দেখবে বাঙালি। রবি কিনাগির পরিচালিত ‘হিরোগিরি’ ছবির মুক্তির সময় প্রায় আসন্ন। যদিও নির্দিষ্ট দিন এখনই জানাতে চাইছেন না পরিচালক কিংবা প্রযোজক কেউই। তবে এই ছবির উইকিপিডিয়ায় ঢুকলে একটা মজাদার বিষয় নজরে আসতে বাধ্য। ছবির নামের পাশে টেক্সট সম্পর্কে লেখা এটি রিমেক নয়। আসলে রবি কিনাগির প্রায় অধিকাংশ ছবিই কিমেক কিনা তাই আগাম ঘোষণা করে রাখার প্রয়োজন আছে বইকি।

ছবিতে দেব নিশ্চয় নতুন চমক দেবেন। এখানে তাঁর দুই নায়িকা, কোয়েল ও সায়ন্তিকা। এর আগে একটি ছবি ‘খোকা ৪২০’-এ দুই নায়িকা শুভশ্রী ও নুসরাতকে নিয়ে পর্দায় দুর্দান্ত রোমান্স করেছেন। লোকজন রীতিমতো তা উপভোগও করেছিলেন। তাই দেবের ‘হিরোগিরি’ নিয়ে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।