আজ ‘আনন্দমেলা’র চমক রাজ-পরীমনি
চলচ্চিত্রে কাজ করতে গিয়ে বন্ধুত্ব ও প্রেম। এখন তারা সুখী দম্পতি। বলছি অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী পরীমনির কথা। প্রেম আর মধুময় উদযাপনে সংসার আলোকিত করে রেখেছেন তারা। সেখানে নতুন অতিথি হয়ে আসছে তাদের সন্তান। যার অপেক্ষায় তারকা জুটি।
এই দুজনকে আজ দেখা যাবে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য়। এবারের আনন্দমেলার বড় চমক হিসেবে উপস্থিত হবেন রাজ-পরী।
এছাড়াও চমক থাকছে উপস্থাপনায়। অভিনয়শিল্পী আফরান নিশোকে এবার দেখা যাবে ‘আনন্দমেলা’র উপস্থাপক হিসেবে। শুধু উপস্থাপনাতেই নয়, পুরো আনন্দমেলায় থাকছে বিভিন্ন চমক। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা।
সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে নুসরাত ফারিয়ার নাচ।
চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তাঁর সিনেমার জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে।
অনুষ্ঠানটি প্রচার হবে আজ ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।
এলএ/এএসএম