রাধার বেশে সোনাক্ষি (ভিডিও)


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৭ নভেম্বর ২০১৪

বলিউডের আলোচিত নায়িকাদের তালিকায় ইতোমধ্যেই স্থান করে নিতে সক্ষম হয়েছেন সোনাক্ষি সিনহা। তবে বর্তমানে সোনাক্ষি যেন তার ফ্যাশন টেস্ট নিয়ে একটু বেশি সমালোচিত হচ্ছেন। তবে এবার তিনি তার পরবর্তী সিনেমা ‘তেভার’ নিয়ে আবারও চলে এলেন আলোচনায়।

সম্প্রতি অর্জুন কাপুরের বিপরীতে এ সিনেমার ‘রাধা নাচেগী’ শিরোনামক গানে রাধার বেশে নেচেছেন সোনাক্ষি। আর ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছেন বলিউডের নতুন এ রাধা।

ইউটিউবে গানটি প্রকাশ পাওয়ার পর থেকে বলিউডজুড়ে কেবল সোনাক্ষির আলোচনা। বলা যায়, গানটির পুরোটাই দখল করে আছেন সোনাক্ষি। ক্রিম কালারের লেহেঙ্গা আর হালকা সাজে বেশ স্নিগ্ধ লাগছে এই নায়িকাকে। রঙিন আলোর খেলা আর জাঁকজমক স্টেজে রেমো ডি’সুজার কোরিওগ্রাফিতে হাজার হাজার দর্শকের সামনে ‘মিউজিক বাজেগা লাউড তো রাধা নাচেগী’ শিরোনামের এই গানে নাচেন সোনাক্ষি সিনহা।

উল্লেখ্য, ‘তেভার’ সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।