আসছে ছুয়ে দিলে মনের অ্যালবাম


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৭ নভেম্বর ২০১৪

শুক্রবার সন্ধ্যায় প্রকাশ হতে যাচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রের অডিও অ্যালবাম । সাজু খাদেমের উপস্থাপনায় ব্যতিক্রমী পরিকল্পনা নিয়ে এই প্রকাশনা অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছবির সহ-প্রযোজক তাহসিন সাঈদ, পরিচালক শিহাব শাহিন, অভিনয়শিল্পী আরেফিন শুভ, জাকিয়া বারী মম, আলীরাজ, মিশা সওদাগর, সুষমা সরকার, নওশাবা, তাহসান, কনা, ইমরান, শাকিলা ও সঙ্গীত পরিচালক সাজিদ সরকার।

এ ছাড়া চলচ্চিত্র জগতের স্বনামধন্য প্রযোজক, পরিচালক, পরিবেশক, অভিনয়শিল্পীসহ এশিয়াটিকের কর্মকর্তারা উপস্থিত থাকছেন।

জিরোনা এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত এই এ্যালবামটিতে গান থাকছে ৬টি। গানগুলো লিখেছেন  মারজুক রাসেল, সাজু খাদেম, শাহান কবন্ধ, সিরাজুম মনির ও সোমেশ্বর অলি।

সুর করেছেন হাবীব ওয়াহিদ ও সাজিদ সরকার। আর কণ্ঠ দিয়েছেন হাবিব, তাহসান, কনা, ইমরান, শাকিলা, শাওন ও নির্জন হাবিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।