বিয়ের পিঁড়িতে বসছেন রিচা-আলি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৫ আগস্ট ২০২২

বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার সঙ্গে মডেল-অভিনেতা আলী ফজলের বিয়েটা ঠিকঠাকই ছিলো। তবে তবে তাতে বাধ সাধে মহামারি করোনাভাইরাস। তাতে বিয়েটাও পিছিয়ে যায়। এবার অপেক্ষার অবসান হচ্ছে তাদের। বিয়ের পিঁড়িতে বসছেন রিচা-আলি। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই মালবদল হবে বলিউডের এ তারকা জুটির।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, রিচা-আলির বিয়ের অনুষ্ঠান হবে দু’ভাগে। এর মধ্যে একটি অনুষ্ঠান হবে মুম্বাইয়ে। তবে এখনো পাত্র-পাত্রী বা তাদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০১২ সালে কমেডি ‘ফাকরে’ ছবির সেটে রিচা-আলির প্রথম দেখা। প্রথম দেখাতেই মন দেওয়া-নেওয়া। এরপর এক এক করে ১০ বছর তাদের প্রেমের বয়স। এরইমধ্যে ২০১৯ সালের ডিসেম্বরে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে রিচা চাড্ডার জন্মদিনে আলী ফজল তাকে বিয়ের প্রস্তাব দেন। পরের বছর অর্থাৎ ২০২০ সালে বিয়ের কথা থাকলেও করোনা বাধায় তা পিছিয়ে যায়।

বলিউডে নায়ক-নায়িকার বাস্তবজীবনে প্রেমের গল্প নতুন নয়। দিলীপ কুমার-শায়রা বানু থেকে শুরু করে রণবীর সিং-দীপিকা পাডুকোন বা রণবীর কাপুর-আলিয়া ভাট পর্যন্ত গড়িয়েছে সে প্রেমের স্রোত।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।