‘ব্রহ্মাস্ত্র’র প্রচারণায় হাতে হাত রণবীর-আলিয়ার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২২
ব্রহ্মাস্ত্র সিনেমার প্রচারে রণবীর কাপুর ও আলিয়া ভাট

বলিউডের সিনেমা মুক্তি মানেই হলো নতুন নতুন চমক। আর সেই সিনেমাটি যদি হয় বিগ-বাজেটের তাহলেতো কোনো কখাই নেই। বলছি বলিউডের সবচেয়ে আলেচিত ও জনপ্রিয় তরুণ জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ এর কথা।

আজ (৯ সেপ্টেম্বর) মুক্তি পাবে সিনেমাটি। আর এই মুক্তিতে সামনে রেখেই একটি স্ক্রিনিং আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখাই নজর কেড়েছেন এই নব-দম্পত্তি ও হবু বাবা-মা রণবীর ও আলিয়া। এই ইভেন্টে দুজনকে হাতে হাত রেখে হাটতে দেখা গেছে।

jagonews24ব্রহ্মাস্ত্র সিনেমার প্রচারে অয়ন মুখার্জি, মহেশ ভাট এবং শাহীন ভাট

কমলা বডিকন জাং-উচ্চ স্লিট ড্রেসে আলিয়া যেন সবার মধ্যমণি হয়ে উঠেছিলেন। সঙ্গে ছিলে রণবীরকে দেখা গেছে কালো পোশাকে। এখানে তাদের সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখার্জি, আলিয়ার বাবা ও প্রবীণ চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং বোন শাহীন ভাট, শানায়া কাপুর।

এরই মধ্যে আলিয়া ভাট সামাজিক যোগাযোগ মাধ্যমে (ইনস্টাগ্রাম) একটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, রেডি .. সেট... ব্রহ্মাস্ত্র - আগামীকাল সিনেমা হলে।

 
 
 
View this post on Instagram

A post shared by Alia Bhatt (@aliaabhatt)

করণ জোহরের ধর্ম প্রোডাকশনের প্রযোজিত ও অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত ছবিটি।

সূত্র- এনডিটিভি

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।