নিউইয়র্ক এন্টারটেইনমেন্ট চ্যানেলে শাহনেওয়াজের কথায় অনিরুদ্ধর গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৪ নভেম্বর ২০২২

তরুণ গীতিকার শাহনেওয়াজের কথায় গাইলেন অনিরুদ্ধ শুভ। ‘অল্প অল্প করে’ শিরোনামের গানটির সুর এবং সংগীত পরিচালনাও করেছেন অনিরুদ্ধ শুভ। প্রিয় মানুষকে না পাওয়া এক ভালোবসার গল্পের উপর ভিত্তি করে গানটি লেখা হয়েছে বলে জানান গীতিকার শাহনেওয়াজ।

গানের গল্প ভাবনায় ছিলেন মীর রিয়াদ। ১১ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্ক এন্টারটেইনমেন্ট চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে। গানের ভিডিওচিত্রে অভিনয় করেছেন এসকে তৃষ্ণা ও সিয়াম মৃধা।

ঢাকা নগরী ও নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহনেওয়াজ ও অদিত্য রুপু। প্রযোজনায় মোহাম্মদ জিহান।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।