নিউইয়র্ক এন্টারটেইনমেন্ট চ্যানেলে শাহনেওয়াজের কথায় অনিরুদ্ধর গান

তরুণ গীতিকার শাহনেওয়াজের কথায় গাইলেন অনিরুদ্ধ শুভ। ‘অল্প অল্প করে’ শিরোনামের গানটির সুর এবং সংগীত পরিচালনাও করেছেন অনিরুদ্ধ শুভ। প্রিয় মানুষকে না পাওয়া এক ভালোবসার গল্পের উপর ভিত্তি করে গানটি লেখা হয়েছে বলে জানান গীতিকার শাহনেওয়াজ।
গানের গল্প ভাবনায় ছিলেন মীর রিয়াদ। ১১ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্ক এন্টারটেইনমেন্ট চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে। গানের ভিডিওচিত্রে অভিনয় করেছেন এসকে তৃষ্ণা ও সিয়াম মৃধা।
ঢাকা নগরী ও নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহনেওয়াজ ও অদিত্য রুপু। প্রযোজনায় মোহাম্মদ জিহান।
এমআই/এমএমএফ/জেআইএম