মৃত্যুর ভুয়া খবরে বিরক্ত অভিনেতা রাহুলদেব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুলদেব বোস শুটিংয়ের এক ফাঁকে নিজের মৃত্যর সংবাদ পেলেন সোশ্যাল মিডিয়ায়। সংবাদে দেখেন তিনি নাকি কিছুক্ষণ আগেই পরপারে পাড়ি জমিয়েছেন। নিজের মৃত্যুর খবর দেখে কিছুটা চমকেই উঠেছিলেন রাহুলবোস।

তার মৃত্যু নিয়ে গুজব সংবাদ প্রচারিত হলে, শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে পেয়েছেন প্রচুর ফোন। আত্মীয়-স্বজন থেকে বন্ধুবান্ধব— এই খবর দেখে চিন্তিত তার প্রিয়জনেরা। এই প্রথম নয়। তারকাদের মৃত্যুর ভুয়া খবর বিভিন্ন সময় রটেছে। তবে এই ঘটনায় খুবই বিরক্ত রাহুলবোস।

মৃত্যুর ভুয়া খবরে বিরক্ত রাহুলদেব বোস বলেন, ‘খুবই বিরক্তিকর। শুধু মাত্র কিছু ভিউ আর লাইকের জন্য এমন খবর রটানো মোটেই ভালো কথা নয়।’

এদিকে ধারাবাহিক ‘নবাব নন্দিনী’-তে খলনায়ক হয়ে পর্দায় প্রত্যাবর্তন হয়েছে অভিনেতার। আবারও পর্দায় রাহুলকে দেখে খুশি তার অনুরাগীরা। ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে খুশি ছিলেন তিনিও। তবে আচমকা এই খবর সত্যিই সব আনন্দকে মাটি করে দিয়েছে। রাহুলের কথায়, ‘আমি বাস্তবে তো বেঁচেই আছি। আর তাছাড়া ধারাবাহিকেও আমার মৃত্যু হচ্ছে না। যারা আমায় নিয়ে চিন্তিত তাদের প্রত্যেককে এটা বলতে চাই।’

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।