সঠিক মানুষ পেয়েছেন শামীম হাসান

টিভি চ্যানেল কিংবা ইউটিউবে বর্তমানে জনপ্রিয় জুটি অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী অহনা রহমান। দুই মাধ্যমেই তাদের অভিনীত নাটক থাকে আলোচনার শীর্ষে। দর্শকের সেরা পছন্দের তালিকার শীর্ষেও তাদের নাটকগুলো। তাই পরিচালক ও প্রযোজকদের কাছে বেড়েছে তাদের চাহিদা।
কাজের বাইরে ব্যক্তিজীবনে অহনা-শামীম ভালো বন্ধু। প্রায়ই বিভিন্ন ছবি পোস্ট করে দুষ্টু-মিষ্টি বন্ধুত্বের জানান দেন। আজ অভিনেত্রী অহনার জন্মদিন। এদিনে নিজেকে অহনার ভক্ত ও বন্ধু দাবি করে ভালোবাসামাখা শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন শামীম। স্ট্যাটাসের ভাষায় বোঝা যাচ্ছে অহান সঙ্গে পরিচিত হয়ে তিনি সঠিক জীবনে সঠিক মানুষের সন্ধান পেয়েছেন। শামীম হাসান অহনার উদ্দেশ্যে লেখেন, ‘অনেক ভালোবাসি তোমাকে আমি’।
আরও পড়ুন: অভিনেত্রী অহনা এখন ব্যবসায়ী
শামীম ছবিসহ পোস্ট করা সেই স্ট্যাটাসে লেখেন, ‘আমি বিশ্বাস করি সব মানুষের সঠিক সময়ে সঠিক মানুষের সাথে পরিচয় হয়। আমি তোমার ফ্যান ছিলাম, এখনো আছি। কিন্তু আমার সৌভাগ্য আমি আমার যোগ্যতার কারণে তোমার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পেয়েছি। তোমার বন্ধু হতে পেরেছি। অভিনেত্রী হিসেবে এমনিতেই তোমার অভিনয়ে মুগ্ধ ছিলাম। মানুষ হিসেবে তোমার সাথে পরিচিত হওয়ার পর আরও মুগ্ধ হয়ে যাই। তুমি দারুণ একটা মানুষ!
আরও পড়ুন: আসছে অহনা-আলভী জুটির ‘মফিজের সুন্দরী বউ’
সবার জন্য তোমার যে আন্তরিকতা এবং চিন্তা ভাবনা সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে আমার এই যাত্রা টিকে থাকুক। তুমি অনেক দীর্ঘজীবী হও, উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকো এই দোয়া করি। অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমার জন্য সব সময় শুভ কামনা। তোমার বন্ধু এবং ভক্ত, শামীম হাসান সরকার।’
এরপর এই অভিনেতা পোস্ট করা ছবিটির গল্প জানিয়ে লেখেন, ‘এটা তোমার সাথে আমার প্রথম সিকোয়েন্স এর শুটিংয়ের ছবি। যেটা নাটকের লাস্ট সিকোয়েন্স ছিলো। আমার এই দিনটা সব সময় মনে থাকবে।’
এমআই/এমএমএফ/জিকেএস