গোল্ডেন গ্লোব ২০২৬: হলিউডে এবার সেরা হলেন যারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২৩ পিএম, ১২ জানুয়ারি ২০২৬
বাঁয়ে সেরা চলচ্চিত্র হ্যামনেটের দৃশ্য, ডানে উপরে সেরা অভিনেত্রী রোজ বার্ন ও নিচে সেরা অভিনেতা টিমোথি শ্যালামে

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব ২০২৬- এর তারকা সমৃদ্ধ অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয়েছে বছরের সেরা বিজয়ীদের নাম। ছবির পাশাপাশি টেলিভিশন এবং এবার প্রথমবারের মতো পডকাস্ট বিভাগেও পুরস্কার দেওয়া হয়েছে। নিকি গ্লেজার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন।

গত এক বছরে চলচ্চিত্র ও টেলিভিশনে সেরা কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে এই আয়োজনে। চলতি বছর চলচ্চিত্র বিভাগে বড় জয় পেয়েছে ‘হ্যামনেট’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। টেলিভিশন বিভাগে ধারাবাহিকভাবে আলোচনায় থাকা ‘অ্যাডোলেসেন্স’ ঝুলিতে তুলেছে একাধিক পুরস্কার।

চলচ্চিত্র বিভাগে বিজয়ীরা
▪ সেরা চলচ্চিত্র (নাট্য): হ্যামনেট
▪ সেরা চলচ্চিত্র (সংগীত বা কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
▪ সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: দ্য সিক্রেট এজেন্ট
▪ সেরা অ্যানিমেশন চলচ্চিত্র: কে-পপ ডেমন হান্টার্স
▪ সেরা অভিনেত্রী (নাট্য): জেসি বাকলি - হ্যামনেট
▪ সেরা অভিনেতা (নাট্য): ওয়াগনার মউরা - দ্য সিক্রেট এজেন্ট
▪ সেরা অভিনেত্রী (সংগীত বা কমেডি): রোজ বার্ন
▪ সেরা অভিনেতা (সংগীত বা কমেডি): টিমোথি শ্যালামে
▪ সেরা পার্শ্ব অভিনেত্রী: তেইয়ানা টেইলর
▪ সেরা পার্শ্ব অভিনেতা: স্টেলান স্কারসগার্ড
▪ চলচ্চিত্র ও বাণিজ্যিক সাফল্য: সিনার্স
▪ সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন
▪ সেরা চিত্রনাট্য: পল থমাস অ্যান্ডারসন
▪ সেরা মৌলিক গান: গোল্ডেন
▪ সেরা মৌলিক সুর: লুডউইগ গোরানসন

টেলিভিশন বিভাগে বিজয়ীরা
▪ সেরা ধারাবাহিক (নাট্য): দ্য পিট
▪ সেরা ধারাবাহিক (কমেডি বা সংগীত): দ্য স্টুডিও
▪ সেরা সীমিত ধারাবাহিক: অ্যাডোলেসেন্স
▪ সেরা অভিনেত্রী (নাট্য): রিয়া সিহর্ন
▪ সেরা অভিনেতা (নাট্য): নোয়া ওয়াইল
▪ সেরা অভিনেত্রী (কমেডি বা সংগীত): জিন স্মার্ট
▪ সেরা অভিনেতা (কমেডি বা সংগীত): সেথ রোগেন
▪ সেরা অভিনেত্রী (সীমিত ধারাবাহিক): মিশেল উইলিয়ামস
▪ সেরা অভিনেতা (সীমিত ধারাবাহিক): স্টিফেন গ্রাহাম
▪ সেরা পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন): এরিন ডোহার্টি
▪ সেরা পার্শ্ব অভিনেতা (টেলিভিশন): ওয়েন কুপার
▪ সেরা স্ট্যান্ড-আপ কমেডি পরিবেশনা: রিকি জারভেইস

নতুন সংযোজন
▪ সেরা পডকাস্ট: গুড হ্যাং উইথ অ্যামি পোলার

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।