ঈদে মুক্তি পাচ্ছে ডিএ তায়েব-পরীমণির ‘কাগজের বউ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন চিত্রনায়িকা পরীমণি। তাদের দেখা যাবে ‘কাগজের বউ’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চোধুরী। সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ডিএ তায়েব।

তিনি বলেন, ঈদুল ফিতরে ‘কাগজের বউ’ মুক্তি পেতে যাচ্ছে। আমাদের সিনেমার প্রযোজক এমনই সিদ্ধান্ত নিয়েছেন। অলরেডি সব কাজ শেষ হয়েছে সিনেমাটির। আগামীকাল বুধবার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

আরও পড়ুন: পরীমণির ছেলে রাজ্যর পথশিশুদের সঙ্গে মুখে ভাতের অনুষ্ঠান

‘কাগজের বউ’ নিয়ে ডিএ তায়েব বলেন, ‘ছবিতে পরীমণি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এই রকম একটা গল্প নিয়ে সিনেমা।’

jagonews24

তিনি আরও বলেন, ‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। সময় মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে।’

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে যা বললেন রাজ-পরীমণি 

ছবিটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। সিনেমায় ডিএ তায়েব ও পরীমণি ছাড়াও চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে অভিনয় করছেন।

এমআই/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।