শাহরুখের বাড়িতে অচেনা ২ ব্যক্তির প্রবেশ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৩ মার্চ ২০২৩

বলিউড তারকা শাহরুখ খানের বাড়িতে গভীর রাতে অচেনা দুই ব্যক্তি প্রবেশ করে। জানা গেছে, ২ মার্চ রাত সাড়ে ৯টা নাগাদ শাহরুখ খানের বাড়িতে ওই দুইজন প্রবেশ করেন।

অচেনা এ ২ ব্যক্তিই দেওয়াল টপকে শাহরুখ খানের বাড়িতে প্রবেশ করেন। পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দুজনেই শাহরুখের ভক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: শাহরুখ জানালেন তার মাসিক আয় সম্পর্কে

পুলিশ তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কেনো তারা শাহরুখ খানের বাড়িতে ঢুকেছিলেন? তবে দুই যুবকই শাহরুখ খানের ভক্ত বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রাথমিক তথ্য খতিয়ে দেখছে।

আরও পড়ুন: শাহরুখের ওমরাহ হজ করার ছবি-ভিডিও ভাইরাল

মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার বলিউড অভিনেতা শাহরুখ খানের বাংলো মান্নাতের দেওয়াল টপকে প্রবেশের অভিযোগে দুই যুবককে আটক করেছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, ১৯-২০ বছর বয়সী এই দুই যুবক মান্নাতে প্রবেশের সময় সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে।

আরও পড়ুন: বলিউডে নাম লেখাচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

জিজ্ঞাসাবাদে দুই যুবকই পুলিশকে জানিয়েছে যে, তারা গুজরাটের বাসিন্দা। তারা শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। পুলিশ অফিসারের মতে, মান্নাতে অনুমতি ছাড়া প্রবেশসহ আইপিসির অন্যান্য ধারায় মামলা নথিভুক্ত করে আরও তদন্ত করা হচ্ছে।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।