ভালো গল্প পেলেই কাজ করি: সানজানা

অভিনেত্রী মেহরান সানজানা দেশের মঞ্চ নাটকের পরিচিত একজন শিল্পী। বর্তমানে ওয়েব সিরিজ ও বড়পর্দার কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়ই।
২০০৯ সাল থেকে সানজানা নিয়মিত অভিনয় করেছেন মঞ্চ নাটকে। সেখান থেকেই শুরু। তারপর থেকে শুরু হয় নাটকে ও টিভিসিতে কাজ করা।
আরও পড়ুন: শতাধিক বিজ্ঞাপন ফিরিয়ে দিয়েছিলেন বিপাশা: শামীম শাহেদ
অভিনয় শুরুর গল্পটা জানাতে গিয়ে সানজানা বলেন, ছোট থেকেই অভিনয় ভালো লাগতো, কিন্তু পরিবারের ইচ্ছার বাইরে যেতে পারিনি। বড় হয়ে নিজের সিদ্ধান্ত যখন নিতে শিখলাম তখন একটা থিয়েটার দলে যুক্ত হই। সেই থিয়েটার দলের নাম ‘নোঙর’। কষ্টের বিষয় হলো যে কোনো কারণে দলটা বেশি দিন টিকেনি। পরে নিজের কর্মব্যস্ততা, বিয়ে সংসারের জন্য শিল্পের জগৎ থেকে সরে আসি।
অভিনয় জগৎ থেকে সরে আসার আরও গল্প বলেন সানজানা, কাজ করতে চাই তাই অনেক পরিচালকের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু কোনো সাড়া দেই না। এর মধ্যে অনেক অভিনেতার সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল, তারা কখনই আমাকে কাজে ডাকেনি। সেই অভিমানটা আছে। এরপর একদিন আমার পার্টনার (স্বামী) শতাব্দী ভবকে বলেছিলাম, ‘তোমার তো অনেক ডিরেক্টর বন্ধু আছে, তাদের বল আমাকে যেন টুকটাক কাজে নেয়।’ তখন সে বললো, তুমি অভিনয় করবা? ঠিক আছে আমি ব্যবস্থা করছি। তার পরদিনই সে নিজেদের থিয়েটারের দল পালাকারের ফরম পূরণ করেছে। এভাবেই শুরু হলো আমার নতুন করে অভিনয় জগতে পথচলা। এটা বলছি ২০১৬ সালের কথা।
আরও পড়ুন: প্রথম রোজাটি শখ করে রেখে ছিলাম: দিলারা জামান
সানজানা আরও বলেন, এরপর শুরু করি নতুন জার্নি। পালাকারে আমার প্রথম নাটক ‘নারীগণ’ দাসী চরিত্রে অভিনয় করি, এরপর বাংলার মাটি বাংলার জল, উজানে মৃত্যু। পালাকারের বেশ কিছু প্রজেক্টের সাথেও যুক্ত ছিলাম। অন্য প্রডাকশনে কো-অর্ডিনেটর হয়ে কাজ করছি। এর পাশাপাশি অনস্ক্রিনে কাজ করছি টিভিসি ও ওভিসিতে। ওয়েব সিরিজ তিনটা করেছি।
মেহরান সানজানা তার কাজ ও অভিনয় সম্পর্কে বলেন, অভিনয় শিখেছি। নিয়মিত কাজ করতে চাই। ‘কাইজার’-এর মতো আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই। ওয়েব সিরিজে বেশি কাজ করার ইচ্ছে আছে।’
তিনি আরও বলেন, ‘দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই, যাতে দর্শকদের সময়টুকু না অপচয় না হয়। ভালো গল্প পেলে কাজ করব, যেখানে নিজেকে মেলে ধরার সুযোগ আছে। তাই যাচাই-বাচাই করে কাজ করি। গল্পই আমার সব। গল্প ভালো লাগলে কাজ করি না হলে করি না।’
বর্তমানে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় কাজ করছেন সানজানা। এর পাশাপাশি নিয়মিত কাজ করছেন নাটক ও ওয়েব সিরিজে। এছাড়াও তাকে দেখা যায় মঞ্চ নাটকে।
এমআই/এমএমএফ/এমএস