নতুন পরিচয়ে নির্মাতা রিয়াজুল রিজু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৭ মার্চ ২০২৩

তরুণ চলচ্চিত্র নির্মাতা রিয়াজুল রিজু। ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমা দিয়ে ঘরে তুলেছেন সেরা নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে একজন অভিনেতা হিসেবেও রিজুর সুনাম আছে। এবার তিনি নতুন পরিচয়ে সবার সামনে হাজির হচ্ছেন। প্রথমবারে মতো বিজ্ঞাপনে মডেল হলেন রিজু।

আরও পড়ুন: এত পুরস্কার পেয়ে চমকে গেছি : রিয়াজুল রিজু

সোমবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নির্মাতা রিয়াজুল রিজু নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বনামধন্য প্রতিষ্ঠান পাঞ্জেরী প্রকাশনীর অনলাইন শপের টিভি ও অনলাইন বিজ্ঞাপনে কাজ করলাম। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মুনতাসীর আকিব।

রিজু আরও বলেন, সিনেমা নির্মাণের পাশাপাশি এখন অভিনয় নিয়মিত করছি। খুব ভালো লাগছে। নিজেও অনেক সমৃদ্ধ হচ্ছি। যা সামনে আমার সিনেমা নির্মাণে কাজে দিবে।

আরও পড়ুন: ৭ বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণ করলেন রিয়াজুল রিজু

বর্তমানে নির্মাতা রিয়াজুল রিজু চ্যানেল আইয়ের নতুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যুক্ত হয়েছেন। ছাড়াও ‘প্রেমের কবিতা’ নামে একটা সিনেমা নির্মাণ করেছেন তিনি। যা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।