প্রবাসে থেকেও মানবিক কাজে নির্মাতা হৃদয়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৭ এপ্রিল ২০২৩

এক সময় ইউটিউবে ভীষণ জনপ্রিয় মুখ ছিলেন হৃদয় আহমেদ শান্ত। তার চ্যানেলে ২ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার ছিল, ফেইসবুক পেইজে ছিল ১.৭ মিলিয়ন ফলোয়ার।

এত কিছু ছেড়ে হৃদয় আহমেদ শান্ত দেশের বাহিরে চলে যান। সিদ্ধান্ত নেন আগের মতো ফানি ভিডিও, শর্টফিল্মে কাজ করবে না। শুধু অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চান এ সাবেক ইউটিউবার।

গত বছর সিলেটের বন্যাতেও হৃদয় আহমেদ শান্তকে কাজ করতে দেখা গেছে। অসংখ্য মানুষকে ত্রাণ এবং নগদ অর্থ দিতেও দেখা গেছে।

বর্তমানে ইতালি থাকলেও সে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। তার ইচ্ছা প্রবাসে থেকে একটা ফাউন্ডেশন গড়ে তুলবেন। এ ফাউন্ডেশন থেকে সাহায্য পাবে বাংলাদেশের অসহায় মানুষ।

এ প্রসঙ্গে হৃদয় বলেন, একসময় তার অনেক বড় হিরো হবার স্বপ্ন ছিল, কিন্তু মিডিয়ার ভিউ ব্যবসা। আরও অনেক কিছু আমাকে দুর্ভাবনায় ফেলেছে। এ জন্যই সেখান থেকে সরে আসা।

তিনি আরও জানান, তার স্বপ্ন এখন তার মায়ের নামে একটা বৃদ্ধাশ্রম ও হাসপাতাল করবেন। যেখানে সবাই ফ্রিতে থাকা খাওয়ার সুবিধা পাবে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।